দিল্লি-মুম্বাই অনেক দূর, বিজ্ঞানমনস্কতায় ভারত সেরা কলকাতা! বিশ্বে কত নম্বরে রয়েছে? জানলে গর্ব হবে

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক অভিযোগ, দুর্নীতির খবরে বারবার কাঠগড়ায় উঠছে বাংলা। এর মাঝেই অবশেষে এল এক বড় সুখবর। নতুন পালক জুড়ল কলকাতার (Kolkata) মুকুটে। বিজ্ঞানমনস্কতার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান দখল করল শহর তিলোত্তমা। নেচার ইনডেক্সে গোটা ভারতের মধ্যে বিজ্ঞানমনস্কতায় সেরার তকমা পেয়েছে কলকাতা।

ভারত সেরা কলকাতা (Kolkata)

সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়ে টুইট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, ‘উচ্চশিক্ষা এবং গবেষণার প্রচারের জন্য লাগাতার প্রচেষ্টায় মুকুটে আরো এক পালক জুড়লেন আমার প্রিয় এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী। বৈজ্ঞানিক গবেষণা চর্চায় বাংলার দীর্ঘ ঐতিহ্য আবারো স্বীকৃতি পেল। বিশ্বের অন্যতম সেরা জার্নাল নেচার কলকাতাকে শীর্ষস্থানীয় বিজ্ঞানমনস্ক শহর হিসেবে ঘোষণা করল’।

Kolkata tops in scientific research in India

কীভাবে হল এই সমীক্ষা: সমগ্র বিশ্বের মধ্যে ২০০ টি শহরের মধ্যে শীর্ষস্থান দখল করেছে কলকাতা (Kolkata)। বিজ্ঞান চর্চায় এই শহরের সুদীর্ঘ অবদান আরো একবার প্রমাণিত হল এই ২০২৪ এ। মূলত নামী বিজ্ঞান জার্নালগুলিতে প্রকাশিত আর্টিকেলের উপরে ভিত্তি করে শহর এবং ইনস্টিটিউশনগুলির পারফরম্যান্স বিচার করে এই সিদ্ধান্তে পৌঁছেছে নেচার ইনডেক্স। পারফরম্যান্সের নিরিখে বিশ্বের তাবড় গবেষণা কেন্দ্র এডিনবরা, হেলসিঙ্কি, জেনেভার মতো শহরকেও ছাপিয়ে গিয়েছে কলকাতা (Kolkata)। এ নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়।

আরো পড়ুন : ‘মেকআপ রুমে হাউহাউ করে কেঁদেছিলাম’, বিচ্ছেদ নিয়ে প্রথম বার মুখ খুললেন শাহিদ

অন্য শহর কে কোথায়: দেশের মধ্যে কলকাতার (Kolkata) পরেই দ্বিতীয় স্থানে রয়েছে আইটি হাব বেঙ্গালুরু। রাজধানী দিল্লি রয়েছে ১২৪ এ। মুম্বই আরেকটু উপরে ৯৮ তম স্থানে। সমগ্র বিশ্বের নিরিখে প্রথম স্থানে রয়েছে চিনের বেজিং। দ্বিতীয় স্থান দখল করেছে সাংহাই। তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এই তালিকায় কলকাতার (Kolkata) স্থান ৮৪ তম।

আরো পড়ুন : ফের বাধা বিয়েতে, আপনজনের মৃত্যু শ্বেতার পরিবারে! আটকে প্রস্তুতি

প্রসঙ্গত, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কলকাতার ঐতিহ্য দীর্ঘদিনের। এই শহরের বহু প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে খ্যাতনামা ব্যক্তিদের নাম। ১৮৭৬ সালে ড: মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। এখানেই গবেষণা করেছিলেন নোবেলজয়ী সিভি রমন। ১৯৩১ সালে প্রফেসর পিসি মহলানবিশ প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যা এখনো এই শহরকে গর্বিত করছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর