বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতায় কি আদৌ চলবে ট্রাম? নাকি একেবারেই বাদের তালিকায় ঠাঁই হবে তিলোত্তমার দীর্ঘ ১৫০ বছরের সঙ্গীর? সেই মামলা হাইকোর্টে (Calcutta High Court) বিচারাধীন। সম্প্রতি গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের (Kolkata Tram) চলাচল এবার বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এদিকে বেশ কিছু রুটের ট্রামের ট্র্যাক তুলে ফেলার পাশাপাশি সেই জায়গায় পিচ দিয়ে বুজিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। যা শুনে ক্ষোভপ্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
আদালতের নির্দেশ অমান্য করে কেন ট্রামের ট্র্যাক বোজানোর তোড়জোড়? এই নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। নগরীর বুকে ট্রাম থাকবে কি না সেই বিষয় বিবেচনা করতে গত বছর অগস্ট মাসে পরামর্শদাতা কমিটি গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে অভিযোগ, চলতি বছর জানুয়ারির পর সেই কমিটির আর কোনও বৈঠক হয়নি। যা শুনেও শেষ শুনানিতে বেজায় ক্ষুব্ধ হন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice T. S. Sivagnanam)।
কোনো বৈঠক ছাড়া আদালত বা পরামর্শদাতা কমিটির অনুমতি ছাড়া কিভাবে ট্র্যাক তুলে ফেলা হল? এই প্রশ্ন তুলে রাজ্যের জবাব তলব করেছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে সন্তোষজনক লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি বন্ধ রুটগুলি চালু করার বিষয়েও রাজ্যকে জানাতে বলা হয়েছিল।
পাশাপাশি রাজ্যের তরফে দেওয়া রিপোর্টে আদালত সন্তুষ্ট না হলে কঠোর নির্দেশ দিতে হাইকোর্ট বাধ্য হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। আদালতের গড়ে দেওয়া পরামর্শদাতা কমিটি গত ৪ জানুয়ারির পর কেন এতদিন কোনো বৈঠক করেনি সেই বিষয়েও লিখিত জবাব শেষ শুনানিতে তলব করেছে হাইকোর্ট। ১৪ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি। সেই দিন সব পক্ষকে রিপোর্ট দিতে হবে। এবার রাজ্য এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে ট্রামপ্রেমী সংগঠন।
অন্যদিকে ট্রাম তুলে দিতে পিচ দিয়ে লাইন ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম সংস্থার বিরুদ্ধে। ট্রামপ্রেমী সংগঠনের অভিযোগ, কলকাতা (Kolkata) পুরসভার জলের পাইপ সারাইয়ের কারণে অগস্ট মাসে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে ২০ দিনের জন্য ট্রাম পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছিল। তবে কাজ শেষ হওয়ার এতদিন পরেও ও রুটে পরিষেবা চালু করেনি ট্রাম সংস্থা।
আরও পড়ুন: প্রধান বিচারপতির সমালোচনা করে বিপাকে ‘দাপুটে’ আইনজীবী! হল কারাদণ্ড
শহরের গুরুত্বপূর্ণ এই রুটে কোনো কারণ ছাড়াই ট্রাম পরিষেবা বন্ধ রাখার জন্য ক্ষোভে ফেটে পড়েছে ট্রামপ্রেমী সংগঠন। ট্রাম মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও রাজ্য নানা উপায়ে ট্রাম তুলে দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ তুলে এবং নগরীর বুকে বিভিন্ন রুটে ট্রাম ফেরানোর দাবিতে রবিবার টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে কলকাতা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশন।