ট্রাম বিদায়ের সঙ্গে ফিরহাদ-যোগ? নাম না করেই কলকাতার মেয়রকে আক্রমণ শানালেন গর্গ চট্টোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ দেড় শতকের ইতিহাসে এবার যবনিকা পতন! কলকাতার বুক থেকে চিরবিদায় নিচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম। এবার থেকে শুধুমাত্র একটি রুটেই হেরিটেজ আকারে সুন্দর করে সাজানো ট্রাম (Kolkata Tram) চলবে। সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই ঘোষণা করেছেন। এরপরেই নাম না করে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ শানিয়েছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়।

  • ট্রাম (Kolkata Tram) বন্ধ হওয়া নিয়ে বিস্ফোরক গর্গ!

মঙ্গলবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন গর্গ। সেখানে লেখেন, গয়ায় কোনও ট্রাম নেই। ‘গয়ান’ কলকাতায় আসে, মেয়র হয়। এখন কলকাতাতেও আর কোনও ট্রাম থাকবে না। গর্গ (Garga Chatterjee) নিজের পোস্টে কোথাও ফিরহাদের নাম নেননি। তবে তিনি কলকাতা পুরসভার মেয়রকেই নিশানা করেছেন বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।

   

অনেকেই হয়তো জানেন, ফিরহাদের (Firhad Hakim) আদি বাড়ি বিহারের গয়ায়। তাঁর পূর্বপুরুষরা বহু বছর আগেই কলকাতায় চলে আসেন বলে শোনা যায়। এরপর তিলোত্তমাই হয়ে ওঠে তাঁদের ঠিকানা। ফিরহাদ বর্তমানে এই রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং কেএমসির মেয়র। এবার কলকাতা থেকে ট্রাম বিদায় নিয়ে নাম না করেই গর্গ তাঁকে আক্রমণ শানিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ আজ থেকেই শুরু বৃষ্টির তাণ্ডব! একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা! বৃহস্পতি-শুক্রে ভাসবে কোনগুলি?

উল্লেখ্য, কলকাতা ভারতবর্ষের একমাত্র শহর যেখানে এখনও ট্রাম (Kolkata Tram) চলে। তবে এবার সেটাও বন্ধ হতে চলেছে। বর্তমানে শুধু বালিগঞ্জ-ধর্মতলা এবং শ্যামবাজার-ধর্মতলা রুটে ট্রাম চলাচল করতো। তবে এবার সেটাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতর। সম্প্রতি পরিবহণমন্ত্রী স্নেহাশিস নিজে একথা ঘোষণা করেছেন।

kolkata tram

স্নেহাশিস বলেন, ‘এসপ্ল্যানেড থেকে ময়দান অবধি সুসজ্জিত আকারে একটি ট্রাম থাকবে। যারা কলকাতায় আসবেন তাঁরা সেটিতে চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে। আদালতও আমাদের সিদ্ধান্ত জানতে চেয়েছে। বাকি আর কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে দেওয়া হবে। রাস্তা বাড়েনি, যানবাহন বৃদ্ধি পেয়েছে। সেই কারণে যানজট হচ্ছে। এভাবে ট্রাম চালানো সম্ভব নয়’। দুর্ঘটনা এবং যানজট এড়ানোর জন্যই কলকাতার বুক থেকে ট্রাম (Kolkata Tram) পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর