2178কে আটক করলো কলকাতা পুলিশ, মদ খেয়ে গাড়ি চালানোর জন্য

বাংলাHunt : কলকাতা পুলিশ তাদের অফিশিয়াল ফেসবুক সাইটে এই লেখা টি পোস্ট করেন—–

গত ২২শে জুন কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট , সমস্ত ডিভিশনের থানাগুলি এবং ডিটেক্টিভ ডিপার্টমেন্ট যৌথভাবে শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালায়।

বিনা হেলমেটে বাইক চালানো, বাইকের পিছনের সিটের হেলমেটবিহীন আরোহী, বেপরোয়াভাবে গাড়ি চালানো , মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বৈধ কাগজ ছাড়া গাড়ি চালানো মত ট্রাফিক আইন ভাঙার দায়ে যথাক্রমে ১২৭৮, ৫৯২, ১১০, ১২১ এবং ৭৭ জনকে আটক করে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট। মোট ২১৭৮ জনকে বিভিন্ন ট্রাফিক আইনে অভিযুক্ত করা হয়।

fe6d7 fb img 1561287993226

বিশৃঙ্খল আচরণ, একটি বাইকে ৩ জন আরোহী, বেপরোয়াভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো জন্য যথাক্রমে ৫৯০, ১২ ও ৪৯৭ জনকে আটক করা হয়। ৩২৬.৭৭ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়। অনন্যা আইন ভাঙার দায়ে ১৫২জন সহ মোট ৭১৮ জনকে থানা এবং ডিটেক্টিভ ডিপার্টমেন্ট গ্রেপ্তার করেছে।

 

*****এই লেখা টি সম্পূর্ণ কলকাতা পুলিশের facebook থেকে নেওয়া হয়েছে। মানুষের সচেতন করতে এই খবরটি আমরা প্রকাশ করলাম****

সম্পর্কিত খবর