বাজারে ১০ টাকায় বিকোচ্ছে আলু, সবজি সস্তায় মিললেও পারদ চড়ছে মাছের দামে

বাংলাহান্ট ডেস্ক : ঠান্ডা (Winter Season) পড়ার সাথে সাথে সবজির (Vegetables) দাম কমতে শুরু করেছিল বাজারে (Market)। বর্তমানে সর্বনিম্ন দামে তা এসে দাঁড়িয়েছে। এই তালিকায় মৌসুমী সবজি ছাড়াও রয়েছে ১২ মাসের অন্যান্য সবজিও। একদিকে যেমন সস্তা হয়েছে ফুলকপি, বাঁধাকপির মত সবজি, অন্যদিকে, দাম কমেছে আলু, বেগুন, পেঁপের মত নিত্যদিনের প্রয়োজনীয় সবজিগুলিরও। সবজির দাম কমলেও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। একাধিক মাছের (Fish) দাম আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। নিম্ন ও মধ্যবিত্তদের পছন্দের রুই মাছের দামও রয়েছে এই তালিকায়। মাছের দাম বৃদ্ধি হওয়ার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। দেখে নেওয়া যাক বৃহস্পতিবার বাজারে কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে:

আলু (পুরনো) 10 টাকা থেকে 12 টাকা কেজি, চন্দ্রমুখী আলু 20 টাকা থেকে 22 টাকা কেজি,
ফুলকপি প্রতি পিস 4 টাকা থেকে 5 টাকা, বাঁধাকপি প্রতি পিস 7 থেকে 10 টাকা, আদার দাম 40 টাকা থেকে 50 টাকা কেজি, রসুন 30 টাকা কেজি, ওলকপি 10 টাকা কেজি। শীতের প্রিয় সবজি পেঁয়াজকলি 35 টাকা থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও, গাজর 40 টাকা কেজি, পেঁয়াজ 30 টাকা কেজি, বেগুন 25 টাকা থেকে 30 টাকা কেজি ও টমেটো 20 টাকা থেকে 30 টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের।

kolkata market 1

সবজির দাম কমলেও মাছের দাম অনুসারে বাজার কিন্তু বেশ গরম। রুই মাছ 220 টাকা থেকে 250 টাকা কেজি (কাটা) দরে বিক্রি হচ্ছে। কাতলার 350 টাকা কেজি থেকে দাম শুরু। তেলাপিয়া 200 টাকা কেজি ও ভোলা মাছ কিনতে হলে আপনাকে কেজি প্রতি 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত গুণতে হবে। এছাড়া, চিকেন 190 টাকা থেকে 200 টাকা কেজি দরে এবং গোটা মুরগি 135 টাকা থেকে 142 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি মাটনের দাম উঠেছে 700 টাকা কেজি থেকে 750 টাকা কেজি পর্যন্ত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর