বাংলা হান্ট ডেস্ক : সিকিমাঞ্চল ঘুরতে গেলে সম্প্রতি পড়তে হবে প্রবল বর্ষার মুখে। আবার তিস্তার জল ফুলে ওঠায় সতর্কতা জারি হয়েছে সিকিমে।জানা গেছে আগামী ৪-৫ দিনের মধ্যে বর্ষা গোটা উত্তরবঙ্গই মুড়ে ফেলবে।
তবে বর্ষার অপেক্ষায় দিন গুনছে পশ্চিমবঙ্গবাসী।বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের দিকে যা দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে কিন্তু ইতিমধ্যে নির্ধারিত দিনের পর আট দিন কেটে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেনি। ২২ জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা আসার নজির অতীতে আছে। এবার ওই সময়েরও পরে বর্ষা আসে কি না, এখন সেটাই দেখার। যত দিন বাড়ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি তত বাড়ছে। ইতিমধ্যে ঘাটতি ৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এটা কিছুটা উদ্বেগে রেখেছে কৃষি দফতরকে। বর্ষা না এলে যে ঘাটতি কমবার নয়।
জানা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন ও উপকূলের কাছাকাছি এলাকায় অস্বস্তিকর গরম চলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। আকাশ কিছুটা মেঘলা থাকার জন্য কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রবিবারের তুলনায় সোমবার কিছুটা কমে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস হয়।
তবে, মঙ্গলবার চড়া রোদের জেরে কলকাতায় তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরেই রয়েছে।এখন চড়া রোদ থেকে মুক্তি পেতে বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী।