বাংলাহান্ট ডেস্ক: শ্রাবণে সেরকম দেখা মেলেনি বৃষ্টির। ভাদ্র মাসে বেড়েছে গরম। গত কয়েক দিনের গরমের কলকাতা অস্বস্তিতে রয়েছে। এই অবস্থা থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে একটি গভীর নিম্নচাপ যার জেরে বুধবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকদিন মেঘলা থাকবে আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তর হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।