আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ

বাংলাহান্ট ডেস্ক: সোমবার সকাল থেকে মাঝেমধ্যে কলকাতার আকাশ মেঘলা ছিল। ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। কিন্তু স্বস্তি পাওয়া যায়নি ভাদ্রের গরম থেকে।

monsoon k2WF 621x414@LiveMint

আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমাগত শক্তি বাড়াচ্ছে ওই নিম্নচাপ। নিম্নচাপের অক্ষরেখা গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। তাই আজ কলকাতাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। এছাড়া উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর