আবহাওয়ার খবর : কাল থেকে গোটা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : হাওয়া অফিসের কথা অনুযায়ী, গোটা সপ্তাহ জুড়েই নিম্নচাপের জেরে কলকাতার আকাশের মুখ ভার। কাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কোলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে চলতে পারে এমন বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। একেই তো বর্ষা ঢুকে গিয়েছে রাজ্যে তার ওপর সৃষ্টি হয়েছে নিম্নচাপ।তার জেরেই গোটা সপ্তাহ ধরে বৃষ্টির ভোগান্তি পোহাতে হতে পারে কলকাতাবাসীকে।

তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও বাতাসে আদ্রতা পরিমান বেশী থাকার কারণে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে ফলে আবহাওয়া পরিবর্তন হওয়ার খুব একটা আশা নেই।একে তো করোনা ভাইরাস তার ওপর বর্ষায় ডেঙ্গু,করোনা ও ডেঙ্গুর জোড়াফলা বিপদ ডাকতে পারে পশ্চিমবঙ্গের তাই আগে ভাগেই শতর্কতা জারি করেছে হাওয়া অফিস ও স্বাস্থ্য দফতর।

সম্পর্কিত খবর

X