বাংলা হান্ট ডেস্ক: প্রায়শই আমরা এমন কিছু বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করি যেগুলি রীতিমতো অবাক করে দেয় আমাদের। পাশাপাশি সেগুলিকে ঘিরে প্রবল আগ্রহও পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, এবার একটি চমকপ্রদ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার শহর কলকাতার (Kolkata) বাসিন্দারা এক অভিনব ঘটনার সাক্ষী হতে চলেছেন।
মূলত, তাঁরা জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আকাশে ধারাবাহিকভাবে সুপার মুনের (Super Moon) একটি সিরিজ দেখার বিরল সুযোগ পেতে পারেন। যার মধ্যে রয়েছে ব্লু মুনও (Blue Moon)। স্বাভাবিকভাবেই, এই মহাজাগতিক ঘটনা মহাকাশপ্রেমীদের আকৃষ্ট করবে এবং একটি ঐন্দ্রজালিক পরিবেশও তৈরি করবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় “ব্লু মুন” বলতে একটি মাসের মধ্যে দ্বিতীয় পূর্ণিমার ঘটনাকে বোঝায়। অর্থাৎ, এক্ষেত্রে চাঁদের রঙ যে নীল হয়ে যায় এমনটা কিন্তু নয়। তবে, এবার একটি আলকোজ্জ্বল পূর্ণিমা উপভোগ করা যাবে আগামী ৩১ আগস্ট অর্থাৎ বুধবার। কারণ ওইদিন চাঁদ তুলনামূলকভাবে বড় থাকবে এবং তার আলো একদম সন্ধ্যে থেকে শুরু করে ভোর পর্যন্ত উজ্জ্বলভাবে বোঝা যাবে। অর্থাৎ, “Super Blue Moon” দেখা যাবে।
উল্লেখ্য যে, চাঁদ একটি উপবৃত্তাকার পথ অনুসরণ করে। যার ফলে পৃথিবী থেকে তার দূরত্বের তারতম্য ঘটে। এমন পরিস্থিতিতে, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে তখন তাকে পেরিজি অবস্থান বলা হয়। পাশাপাশি, চাঁদের ওই অবস্থাকে বলা হয় “Super Moon”।
এই প্রসঙ্গে এম পি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বৈজ্ঞানিক আধিকারিক বিপাশ দাস গুপ্ত জানান, এটা হল সেই সময় যখন চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল দেখায়। এদিকে, জানা গিয়েছে, প্রথম সুপার মুন দেখা যাবে ৩ জুলাই। তারপরে সেটি দেখা যাবে ২ আগস্ট। তৃতীয় সুপার মুনের ঘটনা ঘটবে ৩১ আগস্ট (এটি একটি ব্লু মুনও বটে) এবং চতুর্থ সুপার মুন পরিলক্ষিত হবে ২৯ সেপ্টেম্বর।