মরিয়া লড়াই ব্যর্থ দক্ষিণ আফ্রিকার, হেডের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়ার পর ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে সকলের নজর ছিল। ভারতের সঙ্গে কোন টিম আহমেদাবাদের টিকিট পাবে সেই বিষয়টি নিয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন ক্রিকেট ভক্তরা। এই লড়াইয়ে শেষপর্যন্ত ট্র্যাভিস হেডের অলরাউন্ড পারফরম‍্যান্সে ভর করে দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ ঘটালো অস্ট্রেলিয়া।

তবে আজ দক্ষিণ আফ্রিকার লড়াইকে কুর্ণিশ জানানো ছাড়া আর কোনও উপায় থাকে না। ১২ ওভারে কেবল ২২ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পরেও আজ দক্ষিণ আফ্রিকাকে লড়িয়ে ফিরিয়েছিল ডেভিড মিলারের অসাধারণ শতরান। তার সেঞ্চুরিতে ভর করেই ২১২ রানের স্কোর অবধি পৌঁছাতে পেরেছিল ভারতীয় দল।

প্রথম ইনিংসে যখন মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা প্রাথমিক স্টার্ক, হ্যাজেলউড ঝড় সামলে নিয়ে ভদ্রস্থ স্কোরের দিকে এগিয়ে চলেছে ঠিক তখনই দক্ষিণ আফ্রিকাকে ফের ঝটকা দেন হেড। সেট হয়ে যাওয়া এবং আগ্রাসী ক্লাসেনকে এবং তার পাশাপাশি মার্কো জেন্সনকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে তিনি নিশ্চিত করে দেন যে দক্ষিণ আফ্রিকা খুব বড় চ্যালেঞ্জিং কোন স্কোর তাদের সামনে রাখতে পারবে না। তবে নতুন বল হাতে মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউডের বোলিং আজ অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

samsi south africa

এরপর রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা নতুন বল এতে কোন সুবিধা পায়নি। ওয়ার্নার এবং হেডের ওপেনিং জুটি শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেয়। কিন্তু ৬ ওভারে ৬০ রান তোলার পর দুই ওভারে এইডেন মার্করম ও কাগিসো রাবাডা দুটি উইকেট তুলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরার রাস্তা দেখান। কিন্তু যতক্ষণ মাঠে ছিলেন ট্র‍্যাভিস হেড (৬২) ততক্ষণ তিনি আগ্রাসী ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে অত্যন্ত সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: ইডেনে জমজমাট সেমিফাইনাল! সৌরভের ঘরের মাঠেই সৌরভের রেকর্ড ছুঁলেন মিলার

কেশব মহারাজ তাকে ফেরানোর পর দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিরে। ধারাবাহিকভাবে উইকেট তুলে চলেছিল দক্ষিণ আফ্রিকার স্পিনাররা। শেষ দিকে সেট দুই ব্যাটার স্টিভ স্মিথ (৩০) ও জস ইংলিশকে (২৮) ড্রেসিংরুমে ফিরিয়ে জেরাল্ড কোর্টজে দক্ষিণ আফ্রিকাকে শেষ একটা আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। ঠান্ডা মাথায় ব্যাটিং করে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স ১৬ টি ডেলিভারি বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর