ফের ব্যার্থ অধিনায়ক, শুভমান গিলের মারকাটারি ইনিংসে ভর হায়দ্রাবাদকে উড়িয়ে দিল KKR

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে (IPL) নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এর কাছে হেরে দ্বিতীয় ম্যাচটি ছিল কেকেআরের (KKR) কাছে কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই। আর এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সানরাইজার্স হায়দ্রাবাদকে সাত উইকেটে হারিয়ে জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদ, প্রথমে বোলিং করে অত্যন্ত নিয়ন্ত্রণের সঙ্গে বোলিং করেন কেকেআরের তরুণ বোলাররা।

প্রথমে বোলিং করে অত্যন্ত নিয়ন্ত্রনের সঙ্গে বোলিং করেন প্যাট কমিন্স, বরুণ চক্রবর্তীরা। মাত্র 142 রানেই হায়দরাবাদে আটকে দেয় কেকেআর। তারপর ব্যাট হাতে ঝলক দেখান কেকেআরের তরুণ ওপেনার শুভমান গিল ও বিশ্বকাপজয়ী ইয়ন মর্গ্যান। 12 বল বাকি থাকতে হাতে 7 উইকেট হাতে রেখেই জয়ের জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

143 রানের টার্গেট পূরণ করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি কোলকাতা নাইট রাইডার্সের। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার সুনীল নারিন তারপর কিছুটা হলেও দ্রুত ইনিংস খেলে 13 বলে 26 রান করে ফিরে যেতে হয় নিতিশ রানাকে। ফের ব্যাট হাতে ব্যার্থ কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। খাতায় খুলতে পারেননি তিনি। তারপর কেকেআর দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুভমান গিল এবং ইয়ন মর্গ্যান। এই দুজনের অসাধারণ পার্টনারশিপে মাত্র তিন উইকেটে হারিয়েই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এইদিন ব্যাট হাতে 70 রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমান গিল। শুভমান গিলের এই ইনিংসটি সাজান ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা দিয়ে। এই ইনিংসের দৌলতে ম্যাচের সেরাও হয়েছেন শুভমান গিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর