জ্যোতি মালহোত্রা কাণ্ডে এবার কলকাতা যোগ! পুলিশের নজরে এই ‘সন্দেহজনক’ বাঙালি ইউটিউবার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের ‘চর’ জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) কাণ্ডে এবার কলকাতা যোগ! জানা গিয়েছে, কয়েক মাস আগেই নাকি কলকাতায় এসেছিলেন জ্যোতি। কলকাতার বিভিন্ন এলাকার পাশাপাশি ব্যারাকপুর এবং উত্তরবঙ্গেও গিয়েছিলেন এই ইউটিউবার। হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরেই এই তথ্য সামনে এসেছে। পাশাপাশি জ্যোতির (Jyoti Malhotra) ইউটিউব চ্যানেল থেকেও সামনে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা এমন কিছু এলাকায় তাঁর উপস্থিতি লক্ষ্য করেছেন যেগুলি কিনা ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার পক্ষে সংবেদনশীল বলে মনে করা হয়।

কলকাতাতেও এসেছিলেন পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার জ্যোতি (Jyoti Malhotra)

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতায় থাকাকালীন শহরের বেশ কিছু জনবহুল এলাকা, দর্শনীয় স্থান, শিয়ালদহ স্টেশনের ভিডিও তোলেন জ্যোতি (Jyoti Malhotra)। সেই সঙ্গে ব্যারাকপুরের একটি বিরিয়ানির দোকানেও রিল করেন তিনি। উল্লেখ্য, ব্যারাকপুর রাজ্য পুলিশ তথা ভারতীয় সেনা এবং বায়ুসেনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই পরিচিত। এছাড়াও গত বছর অগাস্ট মাসে বাগডোগরা হয়ে ভুটান যাওয়ার কথাও নিজের ইউটিউব ভিডিওতে জানিয়েছিলেন জ্যোতি (Jyoti Malhotra)। সে সময়ে শিলিগুড়ির একটি হোটেলে ছিলেন তিনি। বাগডোগরা এবং তার সংলগ্ন এলাকাতেও রয়েছে সেনাবাহিনীর উপস্থিতি। তবে কি সেনা সংক্রান্ত তথ্য জোগাড় করতেই এই জায়গাগুলি ঘুরেছিলেন জ্যোতি?

Kolkata youtuber in police radar on jyoti malhotra case

গিয়েছিলেন একাধিক জায়গায়: জানা যাচ্ছে, জ্যোতির (Jyoti Malhotra) পরিকল্পনা ঠিক কী ছিল তা জানতে তদন্ত চালাচ্ছে হরিয়ানা পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি। উল্লেখ্য, হুগলির শেওড়াফুলিতে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন জ্যোতি (Jyoti Malhotra)। ওই বাড়ির সম্পর্কে এবার খোঁজ খবর শুরু করেছে পুলিশ। ওই বাড়ির সঙ্গে জ্যোতির কী সম্পর্ক ছিল, কেনই বা তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার খোঁজ চলছে।

আরো পড়ুন : থাকেন তৃণমূল কাউন্সিলর! তীব্র বিষ্ফোরণে কেঁপে উঠল টিটাগড়ের সেই আবাসন, শৌচালয়ে মজুত ছিল বোমা?

কলকাতার ইউটিউবার রয়েছে পুলিশি নজরে: পাশাপাশি জানা যাচ্ছে, কলকাতায় আরো এক ইউটিউবার রয়েছে পুলিশের নজরে। জানা গিয়েছে, সৌমিত ভট্টাচার্য নামে এক ভ্লগার জ্যোতিকে (Jyoti Malhotra) কলকাতা ঘুরিয়ে দেখিয়েছিলেন। এমনকি কাশ্মীরের দুধপাথরিতেও জ্যোতির সঙ্গে গিয়েছিলেন সৌমিত। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা সেনাপতি নামে ওড়িশার এক ইউটিউবার।

আরো পড়ুন : ‘মহালয়ায় শুরু দশমীতে শেষ’, দুগ্গামণি ও বাঘমামা শেষের খবরে ট্রোলের ঝড় নেটপাড়ায়

সোশ্যাল মিডিয়ার দৌলতে তথ্য গুলি সামনে আসতেই গোয়েন্দাদের নজরে পড়েছেন সৌমিত। জানা গিয়েছে, আসানসোলের বাসিন্দা সৌমিতের বাবা উলুবেড়িয়ার এক কলেজের অধ্যক্ষ। মা দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তবে ভ্রমণপ্রেমী সৌমিত ট্রাভেল ভ্লগিংয়েই নিজের কেরিয়ার গড়েন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X