PCB-র জেদে কপাল খুললো কলকাতার! ইডেনেই আয়োজিত হবে বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ফিরতে চলেছে বিশ্বকাপের (ODI World Cup 2023) নকআউট পর্যায়ের ম্যাচ। এর আগে ১৯৮৭ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে আয়োজন করেছিল ইডেন। তার নয় বছর পরে ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপে কলকাতায় আয়োজিত হয়েছিল বিশ্বকাপের একটি সেমিফাইনাল। এবার প্রাথমিকভাবে চেন্নাই ও বেঙ্গালুরুর স্টেডিয়ামগুলিতে প্রাথমিকভাবে সেমিফাইনাল আয়োজিত হওয়ার কথা থাকলেও গোটা ভারতের ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে বর্ষার মরশুম এবং আরও নানান বিষয় মাথায় রেখে মুম্বাই এবং কলকাতাকে সেমিফাইনালের ভেন্যু হিসাবে চূড়ান্ত করেছে আইসিসি (ICC)।

তবে ইডেন গার্ডেন্স একটি সেমিফাইনাল পেলেও তা নিয়ে কিছুটা অসন্তুষ্টি রয়েছে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মনে। কারণ আইসিসি জানিয়ে দিয়েছে যে ভারতীয় দল গ্রুপ পর্বের টপ ফোরের যে কোনও স্থানে থেকেই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করুক না কেন, তারা নিজেদের সেমির ম্যাচটি খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। এই নিয়ম সম্পর্কে জানতে পেরে মন ভেঙে গিয়েছিল বাংলার ক্রিকেটপ্রেমীদের। কিন্তু আরেকটি নতুন নিয়ম তাদের মনে এবার আশার সঞ্চার ঘটিয়েছে।

শুরু থেকে এই বিশ্বকাপ সংক্রান্ত বিষয়ে আইসিসির কাছে একাধিক অনুরোধ রেখেছিল পাকিস্তান। পিসিবি ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার, আহমেদাবাদে কোনও ম্যাচ না খেলার, সূচি নির্বাচিত হওয়ার পর অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচের ভেন্যু অদল বদল করার অনুরোধ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে। তবে তাদের কোন অনুরোধ মানেনি আইসিসি। কিন্তু শেষপর্যন্ত পিসিবির একটি অনুরোধ মেনে নিয়েছে তারা, আর এই অনুরোধ থেকেই ভাগ্যের শিকে ছিঁড়তে পারে কলকাতার ক্রিকেটপ্রেমীদের।

পাকিস্তান জানিয়েছে সুরক্ষার কারণে তারা মুম্বাইয়ে কোন ম্যাচ খেলতে চায় না। আইসিসি তাদের দাবি শুনে তাদের এই অনুরোধকে মান্যতা দিয়েছে। ফলে যদি সেমিফাইনালে কোন ভাবে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয় তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রেই ম্যাচটি মুম্বাইয়ের বদলে কলকাতায় আয়োজিত হবে।

rohit babar

তবে ব্যাপারটি অত সোজা নয়। সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে গেলে ভারত এবং পাকিস্তানকে হয় দ্বিতীয় ও তৃতীয় স্থানে বা প্রথম ও চতুর্থ স্থানে নিজেদের গ্রূপপর্বের যাত্রা শেষ করতে হবে। একমাত্র সেই ক্ষেত্রেই পাকিস্তানের সুরক্ষা সংক্রান্ত অনুরোধের মান্যতার ভিত্তিতে ইডেন গার্ডেন্সে হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবে ক্রিকেটপ্রেমীরা। তবে তেমনটা হওয়ার সম্ভাবনা যে খুব বেশি নয় এটাও সকলে ভালোই জানেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর