বাংলা হান্ট ডেস্ক: প্রচন্ড গরমের হাত থেকে রেহাই মিলবে কবে? কবেই বা বঙ্গে নামবে বৃষ্টি (Rain)? এই মুহূর্তে এই প্রশ্ন গুলোই ঘুরপাক খাচ্ছে কলকাতা বাসীর (Kolkata) মনে। আসলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির আভাস মিললেও নাগাল পাওয়া যাচ্ছে না কিছুতেই। তবে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখভার। সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে মহানগরের বেশ কিছু জায়গা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে (Weather Forecast) সত্যি করে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ভালো বৃষ্টি পেয়েছেন শহরবাসী। অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টিতে শুরু করেছে মহানগর। কিন্তু বর্ষা শুরু হচ্ছে কবে? তাহলে কি এবার সত্যিই প্রচন্ড গরম থেকে নিস্তার পেতে চলেছেন দক্ষিণ বঙ্গবাসী? নাকি আরও কিছুদিন সহ্য করতে হবে এই অস্বস্তিকর গরম?
আরও পড়ুন: নিটের পর বিতর্কে UGC-NET! নেপথ্যে ‘ডার্ক নেট’? তদন্তে নেমেই বিরাট প্রমাণ পেল CBI
জানা যাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। তবে গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত কলকাতায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে আজ সারাদিন আকাশ মেঘলা। হাওয়া অফিস সূত্রে খবর বজ্রবিদ্যুৎ-সহ এক-দু পশলা বৃষ্টিও হতে পারে। আগামীকাল মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, আর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ এক-দু পশলা বৃষ্টিও হতে পারে।