করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফিফার বিশেষ প্রচারে সামিল হল কলকাতার দুই প্রধানের ফুটবলাররা।

চিরশত্রুতা, মাঠের ভেতর লড়াই ভুলে এবার এক হয়ে গেল কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। দুই প্রধান এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হল। করোনা আতঙ্কে এই মুহূর্তে সকলেই গৃহবন্দি, এই গৃহবন্দি অবস্থায় কিভাবে শরীরকে ফিট রাখা যায় এই নিয়ে ভিডিও বার্তায় বিশেষ বার্তা দিলেন মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ফুটবলাররা।

মোহনবাগানের দুই আইলিগ জয়ী অধিনায়ক শিল্টন পাল এবং ধনচন্দ্র সিং এই দুইজন এই বিশেষ ভিডিওবার্তায় অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে ইস্টবেঙ্গলের তরফে এই ভিডিওবার্তা অংশগ্রহণ করেছিলেন অভিষেক আম্বেকার এবং অভিজিৎ সরকার। এই ভিডিও বার্তায় মূলত শরীরকে ফিট রেখে এই অভিশপ্ত মারন ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি দেওয়া হয়। বাংলা এবং হিন্দি এই দুই ভাষাতেই ভিডিওটি করা হয়, যাতে দেশের সকল প্রকার মানুষকে সচেতন করা যায়।

2299194656f67a85132206abab74a87db63d65e0f226500575445836cf04a1885f4623dff

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনাইটেড নেশন এর সাথে যৌথভাবে উদ্যোগ নিয়ে বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে মোকাবিলা করার প্রচারে অংশ গ্রহণ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। কারোনার কারণে এই মুহূর্তে বিশ্বের বেশিরভাগ দেশেই লকডাউন চলছে, এমন অবস্থায় বাড়িতে বসে থেকে কিভাবে শরীরকে ফিট রাখা যায় এই উদ্যোগ নিয়েছিল ফিফা। এই প্রচারে বিশ্বের তাবড় তাবড় ফুটবল ক্লাব গুলি যেমন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনার মত ফুটবল ক্লাবগুলি অংশগ্রহণ করেছে। আর এই ক্লাবগুলির সাথে প্রচারের অন্যতম প্ৰধান মুখ হিসাবে ভারতবর্ষ থেকে অংশগ্রহণ করেছে শতাব্দী প্রাচীন দুই ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর