দাম কমলো কলকাতায় তেলের দাম

Published On:

বাংলাহান্ট-নিত্য প্রয়োজনীয় যে জিনিস গুলো সব থেকে বেশি প্রয়োজন হয়, তার মধ্যে অন্যতম পেট্রোলিয়াম। আগে তেলের দাম নির্দিষ্ট সময়ের কমতো বা বাড়তো কিন্তু এখন ভারত সরকার পেট্রোলিয়াম এর উপর নিয়ন্ত্রক নেই অর্থাৎ বিশ্ব বাজারে পেট্রোলের দাম যেমন ওঠাপড়া হবে সেই ভাবে এবার পেট্রোলের দাম হবে।

প্রতিদিন সকাল ৬টাতে তেলের দামের পরিবর্তন হয়। কলকাতা, মুম্বাই, দিল্লি, ব্যাংগালোর, চেন্নাই এর মতো শহরগুলোতে পেট্রোলের দাম পরিবর্তন হয় এবং ডিজেল ও পরিবর্তন হয়। ফলে আপনি বাইরে বেড়ানোর আগে পেট্রোল পাম্পে যাওয়ার আগে আপনার পেট্রোলের দাম ঠিক এক নজরে দেখে নিন –

আজ পেট্রোলের দাম কলকাতায়- 75.21
আজ ডিজেলের দাম কলকাতায়-68.17

সম্পর্কিত খবর

X