ভুলে যাবেন পেট্রোলের দাম, ১০ টাকায় চলবে ১০০ কিমি, নতুন বাইক লঞ্চ করে তাক লাগালো Komaki

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে যখন পেট্রোল-ডিজেলের ( Petrol – Diesel )মূল্য ঊর্ধ্বমুখী। আমজনতা ব্যক্তিগত গাড়ির পরিবর্তে এই সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকেই বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক তখনই বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা কোমকি ( Komaki )  একটি নতুন বাইক ( New Bike ) বাজারে নিয়ে এসে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। যে গাড়িটি একেবারেই স্বল্প ব্যয়ে প্রায় ১০০ কিমি ভ্রমণ করাতে সক্ষম। বাইকটির নাম Komaki MX3 ।

সংস্থার তরফে জানানো হচ্ছে যে, এই নতুন বাইকটি রাইডিং স্টাইলের উপর নির্ভর করে পুরো চার্জিংয়ে ৮৫-১০০ কিমি ভ্রমন করতে পারে। এই বাইকে আছে অপসারণ যোগ্য লি-আয়ন ব্যাটারি। এই Komaki MX3-র ব্যাটারি ১ থেকে ১.৫ ইউনিটের বেশি চার্জ গ্রহণ করে না। যাকে তাই ‘পকেট ফ্রেন্ডলি’ও বলা হচ্ছে।

Komaki

এই বাইকটির অনেক গুলি বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল। এতে আছে স্ব-নির্ণয় এবং মেরামতের সুইচ, ডুয়াল-ডিস্ক ব্রেক, ইনবিল্ট ব্লুতুথ , ফুল রঙের এলইডি ড্যাশ। এমনকি এই বাইকে রয়েছে ৩টি গতির মোড। যা একটি মাত্র সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। এটির সামনের দুটি হেডলাইট ও টেল লাইটগুল হ্যালোজেনের এবং ব্লিঙ্কার গুলি এলইডির। এর চাকা ১৭ ইঞ্চি অ্যালোর।

এই বাইকটি তিনটি রঙে উপলব্ধ আছে। সেগুলি হল – গারনেট রেড, ডিপ ব্লু এবং জেট ব্ল্যাক। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯৫ হাজার।

উল্লেখ্য, এই সংস্থাটি ইতিমধ্যেই আরও কয়েকটি বাইক বাজারে নিয়ে এসে তাক লাগিয়েছিল। যার প্রত্যেকটিই ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আর এখনকার এই বাইকটি Komaki-র চতুর্থ সিরিজ।

সম্পর্কিত খবর