বদলাচ্ছে রূপ, বিশ্বমানের সুপার হাইওয়ে হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে! কবে উদ্বোধন ?

বাংলাহান্ট ডেস্ক : ছয় লেনের এলিভেটেড সুপারহাইওয়ে (Super Highway) নির্মাণ করা হবে কোনা এক্সপ্রেসওয়ের (NH117) প্রায় ৭.২ কিলোমিটার জুড়ে। বর্তমানে এই হাইওয়েতে রয়েছে চারটি লেন। ক্রমবর্ধমান যানবাহনের চাপের কথা মাথায় রেখে নতুন করে এই লেন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা কাজ শেষ করার জন্য আড়াই বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পাশাপাশি জানা গিয়েছে, দশ লেনের হাই স্পিড করিডর করার জন্য একটি চার লেনের রাস্তা তৈরির পরিকল্পনাও নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া(NHAI)। এই ৬ লেনের সুপারহাইওয়ে নির্মাণের চুক্তি পেয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। NHAI অনুমান করছে এই প্রকল্পের জন্য খরচ হতে পারে ৮৩৯.৪ কোটি টাকা।

সূত্রের খবর, রেল বিকাশ নিগম লিমিটেড ৭২০.৬ কোটি টাকায় এই প্রকল্প ৯১০ দিনে শেষ করবে।
পূর্বে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) থেকে পশ্চিমে NH16 (আগে NH6) সংযুক্ত হবে এই সুপারহাইওয়ের মাধ্যমে। PWD-NHAI শাখার এক আধিকারিকের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

এক আধিকারিক বলেছেন, প্রতিদিন প্রায় এক লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে। ছয় লেনের এলিভেটেড ভায়াডাক্ট নির্মাণ করা হবে সাঁতরাগাছি বাস টার্মিনাস, সাঁতরাগাছি রেল স্টেশন, শিবপুর, ক্যানাল সাইড রোড, ক্যারি রোড জংশনের মতো ব্যস্ত জায়গায়।

Kona Expressway

বর্তমানে চার লেনের এই কোনা এক্সপ্রেসওয়ে (Kona Expressway)। রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে গেছে সরু রাস্তা। এছাড়াও রয়েছে অসংখ্য ট্র্যাফিক ইন্টারসেকশন। কলকাতা থেকে NH-গামী ট্র্যাফিকও রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের সবচেয়ে বড় টার্মিনাল সাঁতরাগাছি। সেই কারণে এখানে যানজটও বেশি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর