বড়পর্দায় মমতা হয়ে ফিরছেন কনীনিকা! ‘কন্যাশ্রী’ নিয়ে তৈরী ‘সুকন্যা’ মুক্তি পাচ্ছে কবে?

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আসছেন বড় পর্দায়। তাঁকে নিয়েই তৈরি হয়েছে বাংলা সিনেমা ‘সুকন্যা।’ রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্ক প্রসূত প্রকল্প ‘কন্যাশ্রী’র আদলেই তৈরি হচ্ছে এই সুকন্যা। বরাবরই রাজ্যের নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের ওপরেই জোর দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বড়পর্দায় কন্যাশ্রী নিয়ে সিনেমা, মমতা (Mamata Banerjee) হচ্ছেন কনীনিকা

রাজ্যে বাল্যবিবাহ রোধ এবং স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতেই বিশেষ করে দরিদ্র পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহায্য করার জন্যই ক্ষমতায় আসার পরেই এই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে ইউনিসেফ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই  কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে বিশ্বের দরবারে উজ্জ্বল হয়েছে বাংলার মুখ.

জগৎবিখ্যাত এই কন্যাশ্রী প্রকল্প নিয়েই তৈরি হয়েছে সুকন্যা। সিনেমাটি খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। বহু জনপ্রিয় কন্যাশ্রী প্রকল্প নিয়ে তৈরি এই সিনেমাটি প্রযোজনা করেছেন সমীর মন্ডল এবং পরিচালনা করেছেন উজ্জ্বল মিত্র। শুক্রবারেই এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সিনেমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘কাসাভ ন্যায়বিচারের সুযোগ পেলে ইয়াসিন কেন নয়?’ CBI-কে প্রশ্ন শীর্ষ আদালতের

এছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়ের, দেবশঙ্কর নাগেরা। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি চরিত্রে অভিনয় করছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সংসদ শান্তনু সেন। অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই সিনেমায় এক কন্যা সন্তানকে নিয়ে একা মায়ের লড়াইয়ের কাহিনী দেখানো হবে.

Mamata Banerjee

তাঁর  মাধ্যমেই ফুটিয়ে তোলা হবে নারীদের অধিকার এবং নারর ক্ষমতায়নের বিষয়টিও। অসনীয় এই সিনেমায় দেখানো হবে একটি সরকারি প্রকল্প কিভাবে অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা মেয়ের জীবন বদলে দিতে পারে। সরকারি প্রকল্পের সাহায্যেই রাতারাতি একজন সাধারণ মেয়েই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে হয়ে উঠবেন একজন আইপিএস অফিসার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর