বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিবাংলাহান্ট ডেস্ক: ন পর ছোটপর্দায় অভিনয়ে ফিরেই ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায় (debasree roy)। জি বাংলায় ‘সর্বজয়া’ সিরিয়ালের হাত ধরে কামব্যাক করেছেন তিনি। সিরিয়াল শুরুর আগেই দাবি করেছিলেন, তিনি আসরে নামলে অন্যদের চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। কার্যক্ষেত্রেও দেখা গিয়েছে তাই।
প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সর্বজয়া। নীচে নামা তো দূরের কথা বরং সর্বজয়ার দাপটে নাভিশ্বাস ওঠার যোগাড় অপরাজিতা অপু ও মিঠাইয়ের। এদিকে জি বাংলার সর্বজয়াকে টক্কর দিতে কোমর কষছে স্টার জলসার সহচরী। আজ্ঞে হ্যাঁ, ফের এক নতুন সিরিয়াল আমদানি করতে চলেছে স্টার জলসা কর্তৃপক্ষ। নাম, আয় তবে সহচরী।
আর এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ চার বছর পর ছোটপর্দায় ফিরছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (koneenica banerjee)। শেষবার জি বাংলায় ‘অন্দরমহল’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। মুগ্ধ করেছিল তাঁর অভিনয়। তাই আয় কনীনিকার নতুন সিরিয়ালের ঘোষনা হতেই উত্তেজনায় ফুটছে দর্শকমহল।
সর্বজয়ার সঙ্গে একই সময় অর্থাৎ রাত নটায় আগামী ১৩ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় শুরু হচ্ছে আয় তবে সহচরী। দুই নারীর অসম বন্ধুত্বের গল্প বলবে এই সিরিয়াল। সহচরী একজন গৃহবধূ। কিন্তু তার স্বপ্ন গোল্ড মেডেল জেতার। তাই সংসার সামলেই সে ভর্তি হয় কলেজে। এদিকে বয়স্ক সহচরীকে দেখে বাকিরা যখন হাসাহাসি করছে তখন নিজের সন্তানের সমবয়সী একটি মেয়ে বন্ধু হয়ে ওঠে সহচরীর।
অনেকদিন পর সিরিয়ালে ফিরছেন কনীনিকা। উত্তেজনা তো রয়েছেই। বিপরীতে প্রতিপক্ষ সর্বজয়া। অভিনেত্রী জানান, ছোট থেকেই তিনি দেবশ্রী রায়ের ভক্ত। সব ছবিই দেখেছেন তিনি। কিন্তু এটা তো যুদ্ধের ময়দান। তাই এখানে নিজের জিতটাই দেখতে চান কনীনিকা। তবে অভিনেত্রীর কথায়, সর্বজয়া সহচরী দুজনকেই দর্শকেরা ভালবাসুক এটাই তাঁর কামনা।