সুদীপাকে জানানোর প্রয়োজন বোধ করিনি! রান্নাঘর সঞ্চালনায় ‘এককালের বন্ধু’র উদ্দেশ্যে কণীনিকা

বাংলা হান্ট ডেস্ক : রান্নাঘর সঞ্চালনা নিয়ে সুদীপা চট্টোপাধ্যায়ের অভিমান প্রসঙ্গে এবার মুখ খুললেন  কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। বাংলা সিরিয়ালের পাশাপাশি দর্শকদের স্বাদ বাদলের জন্য জি বাংলায় সারা সপ্তাহ জুড়েই সম্প্রচারিত হয়  নানা ধরনের নন-ফিকশন রিয়েলিটি শো। যার মধ্যে অন্যতম ছিল জনপ্রিয় কুকারি শো জি বাংলার রান্নাঘর। জনপ্রিয় এই রান্নার অনুষ্ঠানের সঞ্চালনা করেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। দীর্ঘ ১৭ বছর ধরে এই রান্নার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সুদীপা। টানা প্রায় দু দশক ধরে তাঁকেই সঞ্চালিকা ভূমিকায় দেখে অভ্যস্ত হয়ে উঠেছিলেন দর্শকরাও। কিন্তু আচমকাই ছন্দপতন।

সুদীপা চট্টোপাধ্যায়ের অভিমান প্রসঙ্গে কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)

বছর দু’য়েক আগে টিআরপির অভাবে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় জি বাংলার এই অনুষ্ঠান। এই কুকারি শো শেষ হওয়ার পর কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছিল আরও একটি রান্নায় অনুষ্ঠান ‘রন্ধনে বন্ধন’। এই অনুষ্ঠানটি  সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তার স্ত্রী ঋদ্ধিমা ঘোষ। এবার এই শো বন্ধ করেই আসছে জি বাংলার আরও এক নতুন রান্নার  অনুষ্ঠান ‘রান্নাঘর’ তবে এবার এই অনুষ্ঠানে সঞ্চালিকার ভূমিকায় সুদীপা নয় বরং দেখা যাবে অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)।

আর তাতেই বেজায় বড্ড কষ্ট পেয়েছেন প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। নিজের পরিবর্তে এই অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে কণীনিকাকে (Koneenica Banerjee) দেখে মন নিজের মন খারাপের কথা স্পষ্ট জানিয়েছেন সুদীপা।  এবার এ প্রসঙ্গে নিজের নিজের প্রতিক্রিয়া জানালেন কণীনিকাও। জনপ্রিয় এই অভিনেত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন এককালে তাদের ভালো বন্ধুত্ব থাকলেও এখন আর তা নেই। টিভি নাইন বাংলায় এদিন কোন রাখরাগ ঢাক না রেখেই কণীনিকা বলেছেন, ‘সুদীপা ১৭ বছর ধরে সঞ্চালনা করেছে। ফলে একটা তো ব্র্যান্ডিং তৈরি হয়েই গিয়েছে।’

আরও পড়ুন : নিজে ঠিক থাকলে….ফ্লোর ছেড়ে দেব! বিস্ফোরক রণিতা, হঠাৎ হলটা কী বাহার?

কিন্তু জি বাংলার এই নতুন অনুষ্ঠানটি নাকি একেবারে নতুন ভাবে আসছে। এরপরেই কণীনিকা এদিন মনে করিয়ে দেন অভিনয়ে আসার আগে তিনি সঞ্চালনা দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে এদিন তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন এটা ঠিক সুদীপার পরিচিতি তৈরি হয়েছে এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমে। আর তারপরেই সুদীপার অভিমান প্রসঙ্গে কণীনিকা বলেছেন, ‘সুদীপার অভিমান আজকের নয়। ওর অভিমান আমার উপর অনেক দিনের। এই বয়সে এসে আর অভিমান হয় না। নতুন শো লঞ্চ হচ্ছে তাই ওর সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি। বরং তখন যেহেতু গৌরব এবং ঋদ্ধিমার শো চলছিল আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলব’।

শেষে অভিনেত্রীর সংযোজন, ‘তখন চ্যানেলের তরফে আমায় জানানো হয়েছে ওদের শো বন্ধ হয়ে সম্পূর্ণ নতুন একটা রান্নার অনুষ্ঠান শুরু হচ্ছে। সুদিপার কথা মাথাতেই আসেনি কারণ ওর অনুষ্ঠান তো বন্ধ হয়ে গিয়েছিল।’ এরপরেই দিন কণীনিকা এদিন স্পষ্ট জানান, ‘সুদীপার সাথে এখন আর তাঁর বন্ধুত্ব আগের মত নেই। তাদের মধ্যে নাকি এখন তেমন কোন যোগাযোগ নেই। কনীনিকার কথায়, ‘এককালে বন্ধুত্ব ছিল। বর্তমানে আর তেমন সম্পর্ক নেই। পেশার ক্ষেত্রে সম্পর্ক বন্ধুত্ব এসব আসে না।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর