দাবার দুনিয়ায় অপ্রতিরোধ্য ভারত! ইতিহাস গড়লেন কোনেরু হাম্পি, দ্বিতীয়বার হলেন বিশ্ব চ্যাম্পিয়ন

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি (Koneru Humpy) রবিবার অর্থাৎ ২৯ ডিসেম্বর নিউইয়র্কে ইতিহাস সৃষ্টি করেছেন। ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে তিনি ঐতিহাসিকভাবে দ্বিতীয় শিরোপা জিতেছেন। চিনের জু ওয়েনজুনের পর হাম্পি দ্বিতীয় দাবাড়ু হিসেবে মহিলা বিভাগে একাধিকবার শিরোপা জিতলেন। ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় ফাইনাল রাউন্ডে আইরিন সুকান্দারকে পরাজিত করে শিরোপা জিতেছেন।

ইতিহাস গড়লেন কোনেরু হাম্পি (Koneru Humpy):

প্রসঙ্গত উল্লেখ্য, কোনেরু হাম্পি (Koneru Humpy) ওয়ার্ল্ড র‌্যাপিড চ্যাম্পিয়নশিপে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। পাশাপাশি, তিনি ১১-এর মধ্যে ৮.৫ পয়েন্ট স্কোর করে শীর্ষস্থান অর্জন করেছেন। ২০১৯ সালে মস্কোতে জেতার পর এই ফরম্যাটে এটি তাঁর দ্বিতীয় শিরোপা হিসেবে বিবেচিত হচ্ছে।

গুকেশের পর চ্যাম্পিয়ন হাম্পি: চলতি বছরটি দাবার ক্ষেত্রে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে বিবেচিত হচ্ছে। ডি গুকেশ ক্লাসিক্যাল ফরম্যাটে দাবাতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার কয়েক সপ্তাহ পরে কোনেরু হাম্পি (Koneru Humpy) শিরোপা জিতলেন। জানিয়ে রাখি যে, গুকেশ বিশ্বনাথন আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে এই মর্যাদাপূর্ণ শিরোপা জেতেন।

আরও পড়ুন: প্রকাশ পেল TreaSure-NFT-র 2024 Annual Summary, একনজরে দেখে নিন সম্পূর্ণ বিবরণ

২০১২ সালে ব্রোঞ্জ জেতেন কোনেরু: প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালে কোনেরু (Koneru Humpy) মস্কোতে ব্রোঞ্জ পদক জিতে টুর্নামেন্টে সবার নজর কেড়েছিলেন। ২০১৯ সালে, তিনি জর্জিয়ার বাতুমিতে চ্যাম্পিয়নশিপ জিতে সাফল্যের শিখরে পৌঁছে যান। যেখানে তিনি চিনের লেই টিংজিকে পরাজিত করেন। এদিকে, ২০২৩ সালে তিনি উজবেকিস্তানের সমরকন্দে চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জেতেন। রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকের বিরুদ্ধে টাইব্রেকে শিরোপা মিস করেছিলেন তিনি।

আরও পড়ুন: “অনুগ্রহ করে শুনবেন…..”, এই দিন থেকে কার্যকর হতে চলেছে রেলের নতুন টাইম টেবিল! এখনই নিন জেনে

কোনেরু হাম্পির পারফরম্যান্স: র‍্যাপিড দাবাতে তাঁর কৃতিত্ব ছাড়াও, কোনেরু হাম্পি (Koneru Humpy) অন্যান্য ফরম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি ২০২২ মহিলা ওয়ার্ল্ড ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জেতেন। ২০২৪ সালে তিনি আরও একটি রুপোর পদক পেয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর