বাংলাহান্ট ডেস্ক : বেলুড়ে সম্প্রতি আয়োজন করা হয়েছিল মহাকাশ বিজ্ঞান নিয়ে বিশেষ সেমিনারের। নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যাায় ছিলেন এই সেমিনারের প্রধান বক্তা। এই সেমিনারে বক্তৃতায় বাঙালি বিজ্ঞানে গৌতম চট্টোপাধ্যায় আলোচনা করলেন নিজের অতীত জীবনের কথা থেকে মহাকাশে প্রাণের অস্তিত্ব সম্পর্কে।
একদিনের এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছিল বেলুড় মঠের রামকৃষ্ণমিশন বিদ্যামন্দিরের প্লেসমেন্ট ও কেরিয়ার কাউন্সেলিং সেলের উদ্যোগে। বেলুড় বিদ্যামন্দিরের পড়ুয়ারা ছাড়াও এই সেমিনারে যোগদান করেন অন্যান্য স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। এই সেমিনার শুরু হয় গত শনিবার দুপুর ২টো থেকে।
আরোও পড়ুন : ছিলেন ৯ হাজারের নাইট গার্ড! পেলেন ৭৩-৮৩ হাজারের জোড়া সরকারি চাকরি, সাফল্যের রহস্য তাক লাগাবে
নাসার জেট প্রপালশন (জেএলপি) বৈজ্ঞানিক এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির (ক্যালটেক) বরিষ্ঠ বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে একমাত্র আলোচক ছিলেন। এই সেমিনারটি অনুষ্ঠিত হয় বিবেকানন্দ সভাগৃহে। এই আলোচনা সভায় গৌতম বাবু নিজের অতীত জীবনের কথা তুলে ধরেন সবার সামনে।
আরোও পড়ুন : অনন্ত আম্বানির ‘রিস্ট ওয়াচ’ দেখে তাজ্জব জুকারবার্গ! ১৪ কোটির সেই ঘড়ির জন্য বায়না জুড়লেন মেটা সিইও
কীভাবে শুধুমাত্র অধ্যাবস্যার জোরে কোন্নগরের নবগ্রামের অতিসাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে নাসার বিজ্ঞানী হলেন সেই কথাও তুলে ধরেন গৌতম চট্টোপাধ্যায়। এদিনের বক্তৃতা গৌতম বাবু বিভিন্ন বিবরণের মাধ্যমে তুলে ধরেন মহাকাশে সৌরমণ্ডলের ভিতরে বা বাইরে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কিনা সেই সম্পর্কিত বিভিন্ন গবেষণার বিবরণ।
এছাড়াও সবার সামনে গৌতম বাবু গল্পের ছলে ভাগ করে নেন যুগের পর যুগ ধরে বিজ্ঞানীদের প্রাণের অস্তিত্ব সম্পর্কে গবেষণা ও পরিশ্রমের কথা। বড় স্ক্রিনে প্রজেক্টরের সাহায্যে গ্রাফিক্স, ছবি ও মহাকাশের নানা দৃশ্যর মাধ্যমে গৌতম বাবু একাধিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সভায় উপস্থিত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সব মিলিয়ে এই একদিনের সেমিনার জমে উঠেছিল বাঙালি বিজ্ঞানীর উপস্থিতিতে।