বাংলাহান্ট ডেস্ক : পড়াশোনার পথে অর্থ যাতে অন্তরায় হয়ে না দাঁড়ায় তার জন্য রয়েছে বিভিন্ন স্কলারশিপ (Scholarship) প্রোগ্রাম। সরকারি স্কলারশিপের পাশাপাশি রয়েছে একাধিক বেসরকারি সংস্থার স্কলারশিপ। দুস্থ অথচ মেধাবী পড়ুয়াদের কথা চিন্তা করে এই স্কলারশিপগুলি আর্থিক সাহায্য করে থাকে শিক্ষার্থীদের।
এবার মহিলাদের জন্য দুর্দান্ত স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে এল কোটাক (Kotak Kanya Scholarship)। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এই স্কলারশিপের জন্য। কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship) ২০২৪-২৫:
যোগ্যতা : এমবিবিএস, এলএলবি, বি ফার্মাসি, ল, নার্সিং ইত্যাদি প্রফেশনাল কোর্স নিয়ে যে ছাত্রীরা পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন কোটাক কন্যা স্কলারশিপের (Kotak Kanya Scholarship) জন্য। আবেদনকারীকে উচ্চমাধ্যমিকে নূন্যতম ৭৫% নম্বর পেতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হলেই আবেদন করা যাবে এই স্কলারশিপে। ২০২৪ সালে প্রথমবর্ষে পড়াশোনা করছেন এমন ছাত্রীরাই আবেদনের যোগ্য।
আরোও পড়ুন : ২০৩০ সালে এই ৬ টি দেশ আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ! ২০৩৪ সালে হবে কোথায়? জানাল FIFA
স্কলারশিপের পরিমাণ : প্রতিবছর স্কলারশিপ হিসাবে ১.৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে যতদিন না ছাত্রীটি তার কোর্স সম্পূর্ণ করছেন।
আবেদন পদ্ধতি : যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ভিজিট করতে হবে buddy4study -তে। সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্লিক করতে হবে নির্দিষ্ট লিংকে। তারপর আবেদনপত্র পূরণ করে আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস। কোটাক মাহিন্দ্রা গ্রুপের কর্মচারীর পরিবারের সন্তানেরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
কোন কোন ডকুমেন্টস লাগবে : উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, পরিবারের আয়ের শংসাপত্র, আধার কার্ড, ব্যাংক পাস বুকের প্রথম পেজের ছবি, কলেজে ভর্তির প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।
আবেদন করার শেষ তারিখ : ২০ ডিসেম্বর, ২০২৪।