স্রেফ উড়ে যাবে ‘জগদ্ধাত্রী’, কথা-এভির বিয়ে দিয়েই উলটে যাবে TRP তালিকা!

বাংলাহান্ট ডেস্ক : প্রতি সপ্তাহে টিআরপিতে চলে হাড্ডাহাড্ডি লড়াই। জি বাংলা এবং স্টার জলসার কয়েকটি মেগার (Serial) মধ্যে কার্যত মুখোমুখি সংঘাত হয় প্রত্যেক সপ্তাহে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। এমনি দুটি মেগা হল জি বাংলার ‘জগদ্ধাত্রী’ এবং স্টার জলসার ‘কথা’। পর্দায় মেয়াদের দিক দিয়ে জগদ্ধাত্রী কথার থেকে সিনিয়র হলেও কেউ কাউকে ছেড়ে কথা বলে না মোটেই।

ধামাকা পর্ব আসছে কথা সিরিয়ালে (Serial)

শেষ সপ্তাহের টিআরপি তালিকায় দুই প্রতিপক্ষই ৭.৪ পয়েন্ট তুলে স্লট দখল করে রেখেছে। এবার টিআরপি আরো বাড়াতে বিরাট টুইস্ট আসল কথা সিরিয়ালে (Serial)। ফের বিয়ের পিঁড়িতে কথা আর এভি। গোবরদেবীকে ‘টাইট’ দিতেই বিয়ের নাটক সাজায় এভি। আর শেষে আবার কথাকেই বিয়ে করে ‘পাচকমশাই’। বর্তমান ট্র্যাকের রহস্য, মজা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দ্বিগুণ করে তুলেছে।

Kotha serial brings big twist to increase trp

কথাকে জব্দ করতে ফন্দি এভির: দর্শকরা জানেন, এই মুহূর্তে সিরিয়ালে (Serial) দেখানো হচ্ছে, এভির উদ্দেশ্যে চিঠি লিখে রেখে চলে গিয়েছে কথা। সেখানে পাচক মশাইকে উদ্দেশ্য করে সে লিখেছে, মায়ের পছন্দ করা মেয়েকেই যেন সে বিয়ে করে এবার। আর এই চিঠি দেখেই রেগে আগুন এভি। গোবরদেবীকে টাইট দিতেই নতুন ফন্দি আঁটে সে। কথাকে মজা দেখাতে কায়দা করে তার কাছে খবর পৌঁছায় এভি, যে সে সত্যিই বিয়ে করছে। পাত্রীর নাম নাকি কনকচাঁপা।

আরো পড়ুন : সারেগামাপা ফাইনালের লড়াইয়ে মুখোমুখি অতনু-অনীক-আরাত্রিকা, দুই “বিস্ময় বালক”কে টক্কর দিতে পারলেন বাঁকুড়ার মেয়ে?

কী হবে সিরিয়ালে: চিঠি পেয়েই তো কথার (Serial) মন ভেঙে চুরমার। সে আসতে না আসতেই পাচকমশাই নতুন বিয়েও করে নিচ্ছে। কিন্তু এভির পাত্রী কে তা তাকে কেউ বলতে রাজি হয় না। তাই রেগেমেগে এভির বিয়ের আসরে বটি হাতে উপস্থিত হয় সে। এদিকে কনকচাঁপার ঘোমটা তুলতেই চমকে যায় কথা।

আরো পড়ুন : দর্শক ফেরাতে চ্যানেলের “ট্রাম্প কার্ড”, জলসার সিরিয়ালে এন্ট্রি নিলেন নতুন নায়িকা!

আসলে প্র্যাডিকেই ঘোমটা দিয়ে এভির বউ সাজায় গুহ পরিবার। শেষমেষ বিয়েটা হয় কথার সঙ্গেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পাচকমশাই ওরফে সাহেবের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেছেন কথা ওরফে সুস্মিতা। দুজনের মিষ্টি ছবি দেখে সিরিয়ালটি (Serial) নিয়ে আগ্রহ আরোই বেড়ে গিয়েছে দর্শকদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর