বাংলাহান্ট ডেস্ক : প্রতিটি চ্যানেলেই টিআরপি নিয়ে চলছে ধুন্ধুমার লড়াই। কেউ কাউকে একটুও জায়গা ছাড়তে রাজি নয়। নম্বরের দড়ি টানাটানি খেলায় কোনো সিরিয়াল (Serial) এগিয়ে যায়, আবার কোনোটা পিছিয়ে যায়। কোন ধারাবাহিক বেশি টিআরপি নিয়ে স্লট দখলে রাখতে পারবে তার জন্য প্রতি সপ্তাহে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কোনো সিরিয়াল (Serial) দীর্ঘদিন স্লটহারা থাকলেই বেড়ে যায় স্লট বদল বা সিরিয়াল শেষ হওয়ার আশঙ্কা।
আগের টিআরপিতে ফিরে এসেছে জগদ্ধাত্রী সিরিয়াল (Serial)
শেষ সপ্তাহের টিআরপি লিস্টে বেশ সঙ্কটজনক অবস্থায় ছিল স্টার জলসা। এই চ্যানেলের অধিকাংশ সিরিয়ালই (Serial) টিআরপিতে পিছিয়ে রয়েছে জি বাংলার থেকে। এমনকি টিআরপি লিস্টের সেরা পাঁচেও জি বাংলার জয়জয়কার। ‘জগদ্ধাত্রী’ তিন বছর পূর্ণ করেও জায়গা ধরে রেখেছে দ্বিতীয় স্থানে। বিপরীতে জলসার ‘কথা’ কিছুদিন ভালো নম্বর তুললেও এখন আবার পিছিয়ে পড়েছে টিআরপিতে।
জোড়া ভিলেনেও ওঠেনি নম্বর: পরপর কয়েক সপ্তাহ ধরে লাগাতার নম্বর কমছে কথা সিরিয়ালের (Serial)। ফলে চিন্তায় পড়েছেন সিরিয়াল নির্মাতারা সহ দর্শকরাও। যদিও গল্পে চমক আনতে কোনো কসুর বাকি রাখছেন না নির্মাতারা। কথা এভির বিয়ের পরেই তাদের জীবনে ঝড় তুলতে এসেছে দু দুজন ভিলেন। ম্যান্ডির (Serial) সঙ্গে হাত মিলিয়েছে প্রমিত। কিন্তু তাতেও ওঠেনি টিআরপি। এবার গল্পে নতুন মোড় আনতে চলেছে কথা।
আরো পড়ুন : TRP গড়িয়ে তলানিতে, ৩ মাসেই বিরাট বদল স্টার জলসার সিরিয়ালে!
আসছে নতুন চমক: সদ্য সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে, প্রান্তিককে আবারো জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে চিত্রা। তবে কি এবার তিন শত্রুর ষড়যন্ত্রের জালে জড়াবে কথা এভি? নতুন করে কোন ঝড় উঠবে গুহ পরিবারে? সিরিয়ালে (Serial) নতুন চমক এনেই হারানো টিআরপি ফের বাগে আনার চেষ্টা করছে কথা। তবে নির্মাতারা এতে কতটা সফল হবে সেটাই জানা যাবে আগামী সপ্তাহে।
আরো পড়ুন : TRP পেতে অনিককে “ব্যবহার”, আরাত্রিকার সঙ্গেও “অবিচার”! সারেগামাপা মিটতেই তোপের মুখে জি বাংলা
শেষ টিআরপি তালিকায় ৬.৪ নম্বর তুলতে পেরেছে কথা। সেখানে জগদ্ধাত্রীর টিআরপি ৭.৫। নম্বরের অনেকটাই ব্যবধান রয়েছে দুই সিরিয়ালের। এই ব্যবধান কমিয়ে কীভাবে ঘুরে দাঁড়াবে কথা সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।