বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের পছন্দ কখন বদলাবে তা আগে থেকে মোটেই বলা যায় না। নতুন নতুন মোড় এনেও যখন তখন ধরে যেতে পারে টিআরপি। নম্বরের উত্থান পতনকে সঙ্গী করেই চলতে হয় সিরিয়ালগুলিকে (Serial)। তবে লাগাতার কম টিআরপির জেরে প্রতিপক্ষের থেকে পিছিয়ে যেতে থাকলে তা অবশ্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিরিয়ালগুলি (Serial)।
নম্বর কমেছে কথার (Serial)
বর্তমানে তেমনটাই করছে ‘কথা’। স্টার জলসার এই ধারাবাহিক (Serial) দর্শকদের বেশ পছন্দের। বিশেষ করে কথা আর এভির রসায়ন এই সিরিয়ালটিকে দর্শকদের সবথেকে প্রিয় সিরিয়ালগুলির (Serial) তালিকায় স্থান দিয়েছে। প্রতি সপ্তাহে চমকপ্রদ নম্বরও আনে কথা। কিন্তু এবারে হিসেবে হয়ে গিয়েছে গণ্ডগোল।
আসছে বড় মোড়: কথা এভির বিয়ে পর্বেও হুড়মুড়িয়ে চড়েছে টিআরপি। কিন্তু তার পরেই আচমকা নম্বর পতন। গত সপ্তাহের পর এ সপ্তাহেও স্লটহারা কথা। শুধু তাই নয়, পরপর দুই সপ্তাহে জগদ্ধাত্রীর কাছে গোহারান হেরে প্রথম পাঁচ থেকেও ছিটকে গিয়েছে এই সিরিয়াল (Serial)। তাই এবার টিআরপি তুলতে বড় মোড় নিয়ে আসছেন নির্মাতারা।
আরো পড়ুন : হু হু করে নামল TRP, ‘কথা’র কপাল পুড়তেই মাথা তুলল জলসার এই মেগা! ঘুরে গেল সব হিসেব
কী দেখা গেল প্রোমোতে: কথা সিরিয়ালে (Serial) কামব্যাক করেছে ম্যান্ডি। সঙ্গে আবার রয়েছে প্রমিত। শিবরাত্রি স্পেশাল প্রোমোতে দেখা গিয়েছে, মহাদেবকে সোনার সাপ অর্পণ করার জন্য পরিবারের সকলকে নিয়ে মন্দিরে আসে কথা। এদিকে সাধুর ছদ্মবেশে এসে প্রসাদে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় প্রমিত।
আরো পড়ুন : উভয় সঙ্কট, স্লট বদলেও নতুন মেগার কোপে “অকালপতন” হবে জি বাংলার সিরিয়ালের!
প্রসাদ খেয়ে সকলে ঘুমিয়ে পড়লে শিবলিঙ্গ এবং সোনার সাপটি পাচার করতে যায় প্রমিত। আর তখনই তাকে হাতে নাতে ধরে কথা এভি। অ্যাকশন মোডে গিয়ে এক ঘুষিতে প্রমিতকে কাবু করে ফেলে এভি। এবার কোন দিকে মোড় নেবে গল্প সেটাই দেখার আগ্রহ রয়েছে দর্শকদের।