বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। সারা সপ্তাহ জুড়ে কোন সিরিয়াল (Serial) কেমন ফল করল, কোন মেগা কত দর্শক টানল তা জানা যায় এদিনের তালিকাতেই। টিআরপি তালিকার অপেক্ষায় থাকেন দর্শক সহ সিরিয়ালের (Serial) কলাকুশলীরাও। তবে সবসময় যে সব হিসেব মিলে যায় এমনটা কিন্তু নয়। নতুন টুইস্ট এনে, গল্পের মোড় বদলেও আশাজনক টিআরপি তুলতে পারে না অনেক মেগা।
নম্বর কমল কথা সিরিয়ালের (Serial)
স্টার জলসার ‘কথা’ সিরিয়ালের (Serial) সঙ্গে এবার ঘটল এমনি ঘটনা। বিগত কয়েক সপ্তাহ ধরে দুর্দান্ত টিআরপি তুলছিল এই সিরিয়াল (Serial)। বিশেষ করে কথা-এভির বিয়ের পর্ব দেখিয়ে এক ধাক্কায় অনেকটাই নম্বর বেড়ে গিয়েছিল ধারাবাহিকের। টিআরপি তুলে তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিল কথা। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন।
প্রথম পাঁচে নেই কথা: সিরিয়ালে (Serial) অবশ্য টুইস্ট আনতে কোনো কসুর করেনি নির্মাতারা। জোড়া ভিলেন এসেছে ধারাবাহিকে। গুহ বাড়ির নিলাম নিয়েও এসেছে ধামাকা পর্ব। কিন্তু অদ্ভূত ভাবে টিআরপি ওঠার বদলে নেমে গিয়েছে। গত সপ্তাহের পর এ সপ্তাহেও স্লটহারা কথা। শুধু তাই নয়, পরপর দুই সপ্তাহে জগদ্ধাত্রীর কাছে গোহারান হেরে প্রথম পাঁচ থেকেও ছিটকে গিয়েছে এই সিরিয়াল (Serial)।
আরো পড়ুন : ফের হবে ধামাকা? এবার একইসাথে এই অনুষ্ঠানে অংশ নেবেন মোদী-ট্রাম্প
চমক দিল এই মেগা: এদিন প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় কথার ঝুলিতে উঠেছে মাত্র ৬.৪ নম্বর। প্রথম তিনে জায়গাও পায়নি স্টার জলসার কোনো মেগা। সেরা পাঁচে উঠে এসেছে এই চ্যানেলের মাত্র দুটি সিরিয়াল (Serial)। তবে এবারে সবথেকে বড় চমক নিঃসন্দেহে ‘রাঙামতি তীরন্দাজ’। এক ধাক্কায় নম্বর বাড়িয়ে ৬.৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে এই সিরিয়াল।
আরো পড়ুন : জ্বালানির চাহিদা আকাশছোঁয়া! মাথায় ঋণের বোঝা নিয়েই এবার ভারতের বন্ধুর শরণাপন্ন বাংলাদেশ
গীতা এবং রাঙামতিই আপাতত জলসার সম্মান রক্ষা করেছে এবারের তালিকায়। বাকি ধারাবাহিকগুলি বেশ পিছিয়ে রয়েছে টিআরপিতে। কোনোটা স্লট লিডার হলেও সেরা দশের টিআরপি তালিকায় তেমন প্রভাব ফেলতে পারেনি এই চ্যানেল।