বাংলাহান্ট ডেস্ক : সদ্য হোলি মিটেছে। রঙের উৎসবে যোগ দিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। বসন্তে প্রেমের রঙে রঙিন হতে দেখা গিয়েছে অনেককেই। সম্পর্কের গুঞ্জন উসকে একসঙ্গে রঙ খেলতে দেখা গিয়েছে একাধিক তারকাকে। এই তালিকায় নাম লিখিয়েছেন কথা-এভি (Kothha) ওরফে সু্স্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যও। হোলি স্পেশ্যাল পার্টিতে একসঙ্গে আবির রঙে রাঙা হয়ে উঠতে দেখা গেল তাঁদের।
একসঙ্গে দোল খেললেন কথা (Kothha) এভি
দোল উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় পার্টিতে মেতেছিলেন তারকারা। এমনি একটি পার্টিতে একসঙ্গে দোল খেলতে দেখা গেল সাহেব সুস্মিতাকে (Kothha)। সাদা পোশাকে এসেছিলেন দুজনেই। যদিও রঙে রঙে তা রঙিন হয়ে উঠেছিল। সংবাদ মাধ্যমকে সাহেব বলেন, আগের দিনও তাঁদের ঠিক ছিল না একসঙ্গে দোল খেলবেন। হঠাৎ করেই ঠিক হল যে কেউ যখন কিছু করছে না, তাহলে একসঙ্গে খেলা হোক।
কী জানালেন সাহেব: এখানেই শেষ নয়। রঙ খেলার সঙ্গে সঙ্গে ছিল পেটপুজোর পর্বও। নানান রকমারি পদের সঙ্গে সেখানে সুস্মিতার জন্য ছিল স্পেশ্যাল ক্রিস্পি চিলি বেবিকর্ন। মেনু বলতে বলতেই সাহেব বলে ওঠেন, “এটা স্পেশ্যালি ওর জন্য”। সুস্মিতা (Kothha) কি খুব ‘প্যাম্পারড’? উত্তরে অকপটে অভিনেতা বলে ওঠেন, “একজন বলেছে আমি ক্রিস্পি চিলি বেবিকর্ন খাব, তাই রান্না হয়েছে”। পাশে দাঁড়িয়ে সু্স্মিতার মুখে তখন লাজুক হাসি।
আরো পড়ুন : মাস ঘোরার আগেই “TRP টপার”, হু হু করে এগোচ্ছে “দুগ্গামণি”, পরিণীতার আসন তবে টলমল?
সম্পর্কে পড়ল শিলমোহর: এরপরেই সাহেব গেয়ে ওঠেন, ‘হোলি কে দিন দিল খিল যাতে হ্যায়, রঙ্গো সে রঙ মিল যাতে হ্যায়’। ভাইরাল ভিডিওটি দেখেই অনেকের মনে উঁকি দিয়েছে প্রশ্ন, এভাবেই কি সম্পর্কে শিলমোহর দিয়েছেন সাহেব সুস্মিতা (Kothha)? এতদিন ধরে যে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে, এবার তাতেই কি সম্মতি দিলেন তাঁরা?
আরো পড়ুন : ‘জগদ্ধাত্রী’ নিয়েই মাতামাতি, অ্যাওয়ার্ড শো নাকি ‘টাকার লেনদেন’! সোনার সংসার নিয়ে ফের বিতর্ক
দোল উপলক্ষে অবশ্য কিছু স্পেশ্যাল ছবিও শেয়ার করেছেন সাহেব। সেখানেও একসঙ্গে দোল খেলতে দেখা গিয়েছে দুজনকে। অবশ্য সেগুলো সবই সিরিয়ালের ছবি। এর আগে একাধিক বার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে তাঁদের মধ্যে। সেসব গুঞ্জন উড়িয়ে দিলেও কখনো সামনাসামনি এ বিষয়ে মন্তব্য করেননি তাঁরা।