বহিরাগত নিয়ে ঘোরার অভিযোগে কৌশানীকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান

বাংলা হান্ট ডেস্কঃ সকাল সকাল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তীকে ঘিরে জয় শ্রী রাম ধ্বনি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির কর্মীদের বিরুদ্ধে। এবার কৃষ্ণনগর উত্তরের তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে ঘিরেও জয় শ্রী রাম ধ্বনি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মীদের বিরুদ্ধে। বিজেপির কর্মীরা অভিযোগ তুলে বলেন যে, কৌশানী বহিরাগতদের নিয়ে ঘুরছে। যদিও কৌশানীর তরফ থেকে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।

3b886378fafe0cd44008561e59af26e6 original

কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় বুথে বুথে ঘুরে পর্যবেক্ষণ করছিলেন, সেই সময় একদল মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে। তাঁরা অভিযোগ করে বলেন যে, কৌশানী মুখোপাধ্যায় বহিরাগতদের নিয়ে বুথে বুথে ঘুরে বেরাচ্ছেন।

29c29ffa3befc24736614e98cce002ee original

আরেকদিকে, কৌশানী অভিযোগ করে বলেন যে, বিজেপি এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করছে। তিনি অভিযোগ করে বলেন, কালীনগরে তৃণমূলের বুথ অফিস ভেঙে দিয়েছে বিজেপির লোকেরা। কৌশানী জানান, বাপি শীল নামের এক বিজেপির নেতা শ খানেক লোক নিয়ে গিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা চালায়। তিনি এও বলেন যে, বাহিনী সামনে থাকলেও কোনও পদক্ষেপ নেয় নি।

Koushik Dutta

সম্পর্কিত খবর