বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসেছে কলকাতার বাজারে। গোটা বর্ষাকালটা হা পিত্যেশ করে বসে থাকার পর শরতে এসে বাঙালির পাতে উঠছে রূপোলি শস্য। তাও দামটা এখনো বেশ চড়ার দিকেই রয়েছে, উপরন্তু যোগান ও কম। তাই এবার সোজা পদ্মার দেশেই ইলিশ আনতে ছুটলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (koushani mukherjee)।
আসলে একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী। সেই কারণেই বাংলাদেশ যাত্রা তাঁর। এই মুহূর্তে ইলিশের স্বর্গরাজ্য চাঁদপুরে রয়েছেন তিনি। সেখান থেকেই ইলিশ নিয়ে এসে পরিবারের সকলকে উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। বাড়ি ফিরেই মায়ের হাতে রাঁধা সরষে দিয়ে পদ্মার ইলিশ খাবেন কৌশানি।
অভিনেত্রী বলেন, পদ্মার ইলিশ প্রত্যেক বাঙালিরই দুর্বলতা। সরষে ইলিশ, ইলিশের ঝোল কে না ভালবাসে? কৌশানি জানান, তিনি ইলিশের কাঁটায় খুব ভয় পান। কিন্তু ইলিশ আর ইলিশের ডিম কি ছাড়া যায়? বাঙালি বলে কথা।
প্রিয়া রে নামে একটি রোম্যান্টিক ছবিতে অভিনয় করছেন কৌশানি। তাঁর চরিত্রের নাম প্রিয়া। একজন ঘরোয়া, বাবাবা মায়ের আদুরে মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির নায়ক শান্ত খান ওরফে নূরের প্রেমে পড়েন তিনি। উল্লেখ্য, এটাই কৌশানির প্রথম বাংলাদেশি ছবি।
টলিউডেও হীরকনগরের হীরে ছবিতে অভিনয় করছেন কৌশানি। ছবিতে বনি কৌশানি জুটি ছাড়াও রয়েছে সোহম চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক এবং আয়ুষী। কিন্তু এখানেও একটা টুইস্ট দিয়েছেন পরিচালক। বনি কৌশানির জুটি ভেঙে সোহমের বিপরীতে দিয়েছেন কৌশানিকে এবং বনির সঙ্গে রেখেছেন আয়ুষীকে।