ডিপ কাট ভেলভেট গাউনে মোহময়ী কৌশানি, বছর শেষে উষ্ণতার পারদ চড়াচ্ছে অভিনেত্রীর ‘হট’ অবতার

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ‍্যে  অন‍্যতম হলেন কৌশানি মুখার্জি (koushani mukherjee)। অভিনয় দক্ষতা ও অসামান‍্য সৌন্দর্য দিয়ে অল্প সময়ের মধ‍্যেই সকলের মন জয় করে নিয়েছেন তিনি। উপরন্তু অভিনেতা বনি সেনগুপ্তর (bonny sengupta) সঙ্গে সম্পর্কে থাকার দরুন মাঝে মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসেন কৌশানি।

সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। নিজের নানান ফটোশুট তো রয়েছেই, বনিকে সঙ্গে নিয়ে মজার রিল ভিডিও করতে দেখা যায় তাঁকে। তবে সম্প্রতি এমন কয়েকটি ছবি শেয়ার করেছেন কৌশানি যা দেখে ঘুম উড়েছে নেটজনতার।

IMG 20201230 171855
লাল ভেলভেটের গাউনে খোলা চুলে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ডিপ কাট গাউনে চরম মোহময়ী দেখাচ্ছে তাঁকে। বিভিন্ন পোজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। বছর শেষের মুখে কৌশানির এই ছবিগুলি নতুন উষ্ণতার সঞ্চার করেছে নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CJak5klBoam/?igshid=sxoivycreshf

প্রসঙ্গত, রিল লাইফ হোক কি রিয়েল লাইফ, বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি দু জায়গাতেই হিট জুটি। টলিউডে তাঁদের প্রেম কাহিনি জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। খুল্লমখুল্লা প্রেমেই ভরসা রাখেন দুজন।

https://www.instagram.com/p/CJQYnGxhBf_/?igshid=e7cueh8edww7

ফের একবার বনির সঙ্গে বড়পর্দায় জুটি বেঁধেছেন কৌশানি। পরিচালক সুজিত মণ্ডলের ছবি ‘তুমি আসবে বলেই’তে একসঙ্গে দেখা যাবে দুজনকে। ছবিতে বনির চরিত্রের নাম নন্দগোপাল গোস্বামী ও কৌশানির চরিত্রের নাম আঁখি। আঁখি কলকাতার মেয়ে হলেও নন্দগোপাল বারাণসীর বাসিন্দা।

কলকাতার কলেজে পড়তে এসে দুজনের প্রেম। কিন্তু বিয়েতে বেঁকে বসে দুজনেরই পরিবার। শেষ পর্যন্ত কি হবে তাই নিয়েই ছবির গল্প। আগামী বছর ২২ জানুয়ারি মুক্তি পাবে বনি কৌশানির তুমি আসবে বলেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর