বাংলাহান্ট ডেস্ক: বিজেপিতে (bjp) যোগদানের ‘অপরাধে’ নাটক ‘ঘুম নেই’ থেকে বাদ পড়লেন অভিনেতা কৌশিক কর (koushik kar)। প্রযোজক সৌরভ পালোধি (saurav palodhi) বাদ দিয়েছেন তাঁকে। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। অনেকেই সৌরভের সমর্থনে সুর চড়িয়ছেন। আবার অনেকে গোটা ঘটনাটাকেই ‘অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ’ বলে ব্যাখ্যা করেছেন।
সৌরভ যে আগাগোড়াই বামপন্থী মনোভাবাপন্ন তা সকলেই জানেন। কৌশিক করকে বাদ দেওয়ার সপক্ষে তাঁর যুক্তি, মেহনতী মানুষের নাটকের সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। ২০১৯ সালে ঘুম নেই নাটকে অভিনয়ের জন্য নেওয়া হয়েছিল কৌশিককে। তাঁর চরিত্রের নাম ছিল আখলাক, যাকে কিনা ২০১৫তে দাদরির ঘটনায় গোমাংস খাওয়ার সন্দেহে হত্যা করা হয়েছিল।
দত্তের নাটক থেকে এই চরিত্রটি তৈরি করেছিলেন সৌরভ ও কৌশিক। এখন কৌশিক বিজেপিতে যোগ দেওয়ার পর আখলাকের চরিত্রে অভিনয় করলে নাটকের আত্মাকে আক্রমণ করা হবে বলে মনে করেন সৌরভ। সেই কারণেই বাদ দেওয়ার সিদ্ধান্ত।
সৌরভের এই সিদ্ধান্তের পর কয়েকজন তাঁকে সমর্থন করলেও অনেকেই সমালোচনা করেছেন। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতে, রাজনৈতিক রঙ দেখে কাস্টিং করা উচিত নয়। অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র কটাক্ষ শানিয়ে বলেছেন, এটা অসহিষ্ণুতা। গণতান্ত্রিক দেশে এমনটা মানা সম্ভব নয়। রুদ্রনীর ঘোষ একে বামপন্থী থিয়েটার কর্মীদের ‘ফ্যাসিবাদ’ বলেছেন।
একই রকম বক্তব্য অভিনেতা কৌশিক করেরও। তাঁর কথায়, কয়েকজন বামপন্থী থিয়েটারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারা নিরাপত্তহীনতায় ভুগছে, তাই এমন বাদ দেওয়ার সিদ্ধান্ত। সাম্যবাদ তারা বোঝে না।