মানুষের পাশে থাকতেই বিজেপিতে যোগদান, দলীয় পতাকা হাতে নিয়ে বললেন ‘খড়কুটো’র কৌশিক রায়

বাংলাহান্ট ডেস্ক: ফের এক টলিউড (tollywood) তারকার রাজনীতিতে (politics) যোগদান। শুক্রবার বিজেপিতে (bjp) যোগ দিলেন জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’র (khorkuto) ‘সৌজন‍্য’ (soujonno) ওরফে কৌশিক রায় (koushik roy)। দীর্ঘদিন ধরে অভিনয় ইন্ডাস্ট্রিতে থাকলেও এর আগে তেমন ভাবে রাজনীতিতে যোগদান করার কথা শোনা যায়নি কৌশিকের মুখে। সেই তিনিই হঠাৎ করে বিজেপিতে যোগ দেওয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে অভিনয় তথা রাজনৈতিক মহলে।

শুক্রবার বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন কৌশিক। এদিন সাদা শার্ট, কালো জহর কোট ও জিন্সে দেখা গেল কৌশিককে। বিজেপির রাজ‍্য অফিসে কৌশিকের হাতে পার্টির গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ সহ বিজেপির অন‍্যান‍্য নেতারাও।

IMG 20210129 182613
নির্বাচনের আগে হঠাৎ বিজেপিতে যোগদান নিয়ে ‘সৌজন‍্য’ বলেন, দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। অনেক জায়গায় থেকে প্রস্তাবও পাচ্ছিলেন। কিন্তু মনস্থির করে উঠতে পারেননি এতদিন। অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন। মানুষের পাশে থাকতেই বিজেপিতে যোগ দিয়েছেন।বলেই জানান কৌশিক।

অপরদিকে কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী কৌশানি মুখার্জি। মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের হাত ধরে তৃণমূলে পা রাখেন সৌরভ। অভিনেতা জানান, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ই তাঁর কাছে সবথেকে বড় অনুপ্রেরণা। তৃণমূলে যোগ দিয়ে মানুষের জন‍্য কাজ করতে চান তিনি। ‘জয় বাংলা’ স্লোগানও সবার চেয়ে জোর গলায়ই বলবেন তিনি।

অপরদিকে মন্ত্রী ব্রাত‍্য বসু ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের হাত ধরে যোগদান করেন কৌশানি। সঙ্গে হবু শাশুড়িমা অর্থাৎ অভিনেতা বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্তও যোগদান করেন তৃণমূলে।

এর আগে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে দেখা গিয়েছে কৌশানিকে। অবশেষে সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি ছোট থেকেই মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ভক্ত। তাঁর পুরো পরিবারই নাকি তৃণমূলের সমর্থক। তাই সেই দলে যোগ দেওয়া তাঁর কাছে ভাগ‍্যের ব‍্যাপার।

মমতাকে দেখেই রাজনীতিতে যোগ দিয়েছেন, এমনটাই বক্তব‍্য কৌশানির। তাঁর কথায়, “আমার প্রথম ছবি পারব না আমি ছাড়তে তোকে। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কেও আমি ছাড়তে পারব না। আমি সামনে থেকে দেখেছি উনি কিভাবে মানুষের জন‍্য কাজ করেন। দিদি আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। আমার বয়স অল্প জানি। কিন্তু আমি যে পেশার সঙ্গে যুক্ত সেখানে অনেকেই আমাকে দেখে অনুপ্রেরণা পায়। আমি চাই আমাকে দেখে আরো মানুষ এগিয়ে আসুন। অভিনেত্রী হিসাবে সাধ‍্যমতো মানুষের সাহায‍্য করেছি। এবার দলে থেকে আরো ভাল কাজ করতে চাই।”


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর