ধর্ষণকাণ্ডের প্রতিবাদীরা ‘নপুংসক’, কবীর সুমনের মন্তব‍্য নিয়ে কী বললেন কৌশিক-অনীক-কমলেশ্বররা?

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ধর্ষণের ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে বিভিন্ন মহলে। একদিকে যেমন বুদ্ধিজীবীরা মুখে কুলুপ এঁটেছেন, অন‍্যদিকে প্রতিবাদে সরব হয়েছেন শুভবুদ্ধিসম্পন্নরা। এই প্রতিবাদীদেরই ‘নপুংসক’ বলে কটাক্ষ করেছেন কবীর সুমন (Kabir Suman)। এবার সঙ্গীতশিল্পীর নিন্দায় সরব হলেন অনীক দত্ত (Anik Dutta), কৌশিক সেনরা (Koushik Sen)।

হাঁসখালি ধর্ষণ নিয়ে আরো কয়েকজন বুদ্ধিজীবীর মতো মুখে কুলুপ এঁটেছিলেন কবীর সুমন। বুধবার অবশেষে সোশ‍্যাল মিডিয়ায় মতামত রাখেন তিনি। তিনি লেখেন, ‘শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ “রাজ্যজুড়ে ধর্ষণের” বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।’

IMG 20220413 152853
সঙ্গীতশিল্পীর এহেন মন্তব‍্য শুনে হতভম্ব শিল্পী মহল। যিনি কামদুনির ঘটনায় পথে নেমে প্রতিবাদ করেছিলেন তাঁর মুখেই আজ এ কথা! অভিনেতা কৌশিক সেন জি ২৪ ঘন্টার সঙ্গে সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায়, “কবীর সুমনের কথাবার্তা শুনে মনে হয় ওঁর মতো একজন গুণী, প্রতিভাবান, বিশাল মাপের শিল্পী কীভাবে নিজেকে হারিয়ে ফেলছেন। কীভাবে এরকম অদ্ভুত মন্তব্য করছেন, যে মন্তব্যগুলো শুধু ওঁর ক্ষতি করছে না, আমরা যাঁরা ওঁর অনুরাগী আমাদেরও লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।”

কৌশিক আরো বলেন, গোটা রাজ‍্যের মানুষ যে ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার, সেখানে কবীর সুমনের মতো মানুষ প্রতিবাদীদেরই আক্রমণ করছেন। ভীরুর মতো বেছে বেছে প্রতিবাদ করছেন উনি। সুমনের এই উল্টো সুর বেদনাদায়ক বলে মন্তব‍্য করেছেন অভিনেতা।

67583295 1
পরিচালক অনীক দত্ত বলেন, কবীর সুমনকে প্রথম বার দেখেই তিনি বুঝে গিয়েছিলেন, শিল্পী সৎ নন। পরিচালকের মতে, সুমন এমনটা বলছেন লাইমলাইটে থাকার জন‍্য। এছাড়া যাদের হয়ে তিনি এই কথাগুলো বলছেন তাদের কাছেও পৌঁছে যাচ্ছে তাঁর বার্তা। একসঙ্গে দুটো কার্যসিদ্ধি হচ্ছে কবীর সুমনের।

আরেক পরিচালক কমলেশ্বর মুখোপাধ‍্যায় বলেন, কবীর সুমন এখন যে ধরনের শব্দ ব‍্যবহার করেন তা ওঁর কাছে আশাপ্রদ নয়। শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করেছেন পরিচালক। চিত্রশিল্পী সমীর আইচ কবীর সুমন সম্পর্কে কোনো মন্তব‍্য না করলেও মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বক্তব‍্যের বিরোধিতা করেছেন। মুখ‍্যমন্ত্রীর কথা শুনে তিনি ‘স্তম্ভিত’ বলে জানান চিত্রশিল্পী।


Niranjana Nag

সম্পর্কিত খবর