নুপূর শর্মার মন্তব‍্যের দায় যে পার্টিটা চালায় তার, হাওড়ার পরিস্থিতি নিয়ে সরব কৌশিক সেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পয়গম্বর হজরত মহম্মদকে (Prophet Muhammad) অপমান করা হয়েছে, এই অভিযোগে বিগত কয়েক দিন উত্তাল গোটা দেশ তথা বিশ্বেরও একাংশ। সেই আঁচ এসে পড়েছে বাংলাতেও। শুক্রবার থেকে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায় (Howrah)। জাতীয় সড়ক অবরোধ করা থেকে শুরু করে বাজারেও তাণ্ডব চালানো হয়েছে। একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। পরিস্থিতি দেখে স্তব্ধ শুভবুদ্ধিসম্পন্নরা।

বিষয়টা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা কৌশিক সেন (Koushik Sen)। জি ২৪ ঘন্টার সঙ্গে সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তবে তাঁর মতে, এটা পরিকল্পনা করেই করা হচ্ছে। কারণ এ রাজ‍্যে সংখ‍্যালঘুদের বরাবরই অনেকটা স্পেস দেওয়া হয়েছে। অন‍্যান‍্য রাজ‍্যের তুলনায় বাংলাতেই অনেক বেশি সুরক্ষিত তারা।


কৌশিক আরো বলেন, নুপূর শর্মার বিতর্কিত মন্তব‍্যের দায় যে পার্টিটা চালায় তার। তবে তিনি রাজ‍্য প্রশাসনকে আবেদন জানিয়েছেন, কড়া হাতে এই দুষ্কৃতীদের দমন করতে। কারণ এরা কোনো ধর্মের নয় বলেই মত কৌশিকের‌।

মুখ খুলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং গায়ক রূপম ইসলামও। হাওড়ার পরিস্থিতি বেদনায়দায়ক বলে মন্তব‍্য করে ঋতুপর্ণা শান্তির আহ্বান জানিয়েছেন। সবাই মিলেমিশে থেকে সম্প্রীতির পরিচয় দিন, আর্জি অভিনেত্রীর।

রূপম ইসলামের বক্তব‍্য, কে কোথায় কী বলেছেন তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় তাহলে নিজেদেরই ক্ষতি। সমস‍্যা সমাধান করতে যাদের ব‍্যবস্থা নেওয়ার তারা ঠিকই নেবেন। কিন্তু রাস্তায় নেমে পরিস্থিতি আরো দুর্বিষহ করে তোলা কখনোই কাম‍্য নয়। বরং শান্তিপূর্ণ ভাবে সকলে মিলে যাতে থাকা যায় সেটাই দেখা উচিত।

প্রসঙ্গত, শুক্রবার দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ হয়েছিল জাতীয় সড়ক। শনিবার পাঁচলা বাজারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। মীরপুর, উলুবেড়িয়াতেও শুরু হয়েছে অশান্তি। একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

X