‘সম্মানের সঙ্গে কংগ্রেস দলটা আর করা যাচ্ছে না’, কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা!

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে কি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। সম্প্রতি তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে, এআইসিসি-র তালিকায় নাম না থাকায় হাতাশ হন কংগ্রেস নেতা (Congress Leader)। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি কংগ্রেস ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারিনা। কিন্তু সম্মানের সাথে দল করাটা দিন দিন কঠিন হয়ে উঠছে কারণ আমার পক্ষে স্তাবকতা সম্ভব না। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব।’

তাঁর এঔ ফেসবুক পোস্টে ইঙ্গিত খুবই প্রাসঙ্গিক বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে কয়েক দিন আগেই প্রকাশ হওয়া এআইসিসি-র তালিকায় নাম ছিলনা কৌস্তভের। সেখান থেকেই তাঁর ক্ষোভের সূত্রপাত। স্বাভাবিকভাবেই তাঁর নিশানায় রয়েছে বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তিনি মনে করেন এই তালিক প্রস্তুত করার ক্ষেত্রে রাজ্য কংগ্রেসই দায়ি। সেই তালিকায় নাম না থাকার পরই কৌস্তব লেখেন, ‘এই মুহুর্তে কংগ্রেস দলের মতাদর্শের সঙ্গে টিকে থাকা এবং তাঁকে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমি কংগ্রেসের মতাদর্শ ছাড়ব তা কখনই ভাবেননি। কিন্তু যে পরিস্থিতির শিকার হচ্ছি তাতে স্তাবকতা করে দল করা সম্ভব নয়।’ খুব তাড়াতাড়ি জরুরি সিদ্ধান্ত তিনি দ্রুত নেবেন তা তাঁর পোস্ট থেকে স্পষ্ট।

কৌস্তভ বাগচী এদিন আরও দাবি করেন, এই মুহুর্তে যদি ভোটাভুটি হয় তাহলে তাঁর থেকে জনপ্রিয় বা তাঁর গ্রহণযোগ্যতা কত তা কংগ্রেসকর্মীদের থেকে জেনে নেওয়া হোক। এআইসিসি-র তালিকা তৈরির পিছনে সাধারণত বর্তমান প্রদেশ নেতৃত্বের হাত থাকে। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের আইনজীবী সেলের নেতৃত্ব দিচ্ছেন কৌস্তভ। কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক মামলায় তাঁর যথেষ্ট ভূমিকা রয়েছে।

koustav

এদিনের পোস্টে কৌস্তভ পরিস্কার বুঝিয়ে দিয়েছেন যে তাঁর সঙ্গে যথেষ্ট অবিচার করা হয়েছে। তিনি দলকে যথেষ্ট সময় দেন কিন্তু যারা দলকে বেশি সময় দেননা তাঁরা রয়েছেন তালিকায়। তাঁদের নাম নিয়ে তিনি যথেষ্ট ক্ষুব্ধ। সেই নামগুলির কথাও জানিয়েছেন তিনি।

এদিন আইনজীবী তথা কংগ্রেস নেতা জানান, ‘দলের কাছে কৌস্তভ বাগচি শুধু বিনা পয়সায় মামলা করার উকিল হয়ে দাঁড়িয়েছে এটাই হয়েছে সমস্যা। ঠিক আছে, করেছি। দলের প্রতি দায়বদ্ধ তাই জন্য করেছি। এখানে প্রফেশনাল কোনও ব্যাপার নেই। দলের প্রতি দায়বদ্ধ, আদর্শের প্রতি দায়বদ্ধ। দলটাকে ভালবাসি তাই করেছি।’ এদিকে কৌস্তভের এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন তিনি বোধহয় কংগ্রেস ছাড়তে চলেছেন। অনেকেই আবার মনে করছেন তৃণমূলেও যোগ দিতে পারেন তিনি। তবে সময়ই বলবে কৌস্তভ বাগচীর ঠিকানা কী হতে চলেছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর