বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউনে জমজমাট দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচ। যদিও এই ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই। পার্ল এবং বোল্যান্ড পার্কের ম্যাচ দুটি জিতে সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে এই ম্যাচ তাই হোয়াটস ওয়াশ বাঁচিয়ে সম্মান রক্ষার। অপরদিকে দক্ষিণ আফ্রিকা চাইবে ক্লিন সুইপ করে সিরিজ জিততে।
কেপটাউনে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। এই ম্যাচে ভুবনেশ্বর কুমারের বদলে সুযোগ পাওয়া দীপক চাহার প্রথমেই গত ম্যাচের হিরো জানেমন মালান-কে হারিয়ে ঝটকা দেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে একদিকটা ধরে রেখেছিলেন কুইন্টন ডি কক।
কুইন্টন ডি ককের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন ভ্যান ডার ডুসেন। অর্ধশতরান করেন সিরিজের প্রথম একদিনের ম্যাচের হিরো। অপরদিকে ভারতের বিরুদ্ধে বড় রান করার ধারা অব্যাহত রেখে এই ম্যাচে শতরান সম্পূর্ণ করেন কুইন্টন ডি কক। তিনি ফিরলে ৩৮ বলে ৩৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডেভিড মিলারও।
শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে পরপর উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার সম্পূর্ণ হওয়ার এক বল আগেই ২৮৭ অলআউট হয়ে যান তারা। ২ টি উইকেট নেন বুমরা এবং দীপক চাহার। শতরানকারী ডি ককের উইকেটটিও নিয়েছেন বুমরা। ৩ টে উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ-ও। ১ টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। জবাবে ব্যাট করতে নামার পর প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ২২। ড্রেসিংরুমে ফিরে গেছেন লোকেশ রাহুল।