বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্ৰী হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো ভারত। আজ আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সিরিজ পকেটে পুরে ফেললো “মেন ইন ব্লু”। সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। এই ম্যাচেও ৪৫ রানে জয় পেলেন রোহিত শর্মারা। দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
এই ম্যাচের শুরুতে টসে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হারের থেকে শিক্ষা নিয়ে তারা প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সকলকে আশ্চর্য করে এই ম্যাচে ঈশান কিষানের বদলে দলে ফেরা লোকেশ রাহুলকে ওপেন করতে না পাঠিয়ে নিজের সাথে রিশভ পন্থ-কে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। যদিও এই নতুন ফাটকা কাজে লাগেনি। রোহিত কোহলি ও পন্থ দ্রুত ফিরে যান।
এরপর নিজেদের মধ্যে একটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। দুই তারকাই স্পিনারদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। দুর্ভাগ্যবশত ৪৯ রানের মাথায় রান আউট হন রাহুল। সূর্যকুমার যাদব অর্ধশতরান সম্পূর্ণ করে ৬৩ রানে আউট হন। এরপর ওয়াশিংটন সুন্দর এবং দীপক হুডা ২৫ এবং ২৮ রান করে ভারতকে ২০০-র গন্ডি পার করতে সাহায্য করেন। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৭ রান তোলে ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ টি করে উইকেট পেয়েছেন আলঝারি জোসেফ এবং ওডেন স্মিথ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকেন ক্যারিবিয়ানরা। ব্রুকস (৪৪) এবং একেল হোসেইন (৩৪) ছাড়া কেউই ৩০ রানের গন্ডি ছুঁতে পারেননি। শেষ দিকে কিছু বড় শট খেলে একসময় ভারতকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছিলেন ওডেন স্মিথ (২৪)। কিন্তু তিনি ওয়াশিংটন সুন্দরের বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে ফিরতেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের যাবতীয় আশা। ১৯৩ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। প্রত্যেক ভারতীয় বোলারই দুর্দান্ত বোলিং করেছেন এবং উইকেট তুলেছেন। কিন্তু ৯ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ টি উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।