বাড়ির নীচ থেকে উদ্ধার কষ্টিপাথরের ঐতিহাসিক কৃষ্ণমূর্তি

বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি তৈরির জন্য ভিত খুঁড়ছিলেন বড়ঞা থানার সাটিতাড়া গ্রামের দিনু শেখ। সেখানেই মাটির নীচ থেকে উদ্ধার হল একটি প্রাচীন কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি (krishna murti)। খবর প্রকাশ্যে আসতেই ভিড় জমে যায় ঐ বাড়ির সামনে।

images 24 5

জানা যাচ্ছে, শুক্রবার বাড়ি তৈরির জন্য নিজের জমিতে মাটি কাটছিলেন স্থানীয় দিনু শেখ৷ সেখানেই তিনি মাটির নীচে খুঁজে পান একটি প্রাচীন কৃষ্ণমূর্তি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিনু শেখের বাড়ির সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকাটি এক সময় বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের রাজ্যের অন্তর্গত ছিল। তারা মনে করছে মূর্তিটি ঐ আমলের। তবে মূর্তিটি সম্পর্কে এখনো কোনো কিছু আনুষ্ঠানিক ভাবে জানায় নি স্থানীয় পুলিশ ও প্রশাসন।

মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তারা মূর্তিটির সময়কাল, নির্মাণ, সৃষ্টি শৈলী খতিয়ে দেখছে।তবে স্থানীয় বিডিও দাবি করেছেন, মূর্তিটি শশাঙ্কের আমলের। মূর্তিটির আনুমানিক মূল্য কোটি টাকার বেশি হবে বলেই মনে করা হচ্ছে।

 


সম্পর্কিত খবর