বাংলা হান্ট ডেস্ক : না তিনি কোনও সঠিক খেলাধুলার প্রশিক্ষণ নিয়ে ক্রীড়া জগতে আসেননি, মাত্র পুরো বছর বয়স থেকে বাবার ফার্মে কাজে লেগে পড়তে হয়েছিল তাঁকেই৷ যেহেতু মাত্র নয় বছর বয়সে তিনি তাঁর মাকে হারিয়েছিলেন তাই বাবার সঙ্গে বিভিন্ন কাজে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব সামলাতে হত হরিয়ানার কৃষ্ণা পুনিয়া কে৷ আর এভাবেই মহিষ প্রতিপালনের সময় মহিষের দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে শক্তি বৃদ্ধিতে অনন্য হয়ে উঠেছিলেন তিনি৷ পরবর্তী সময়ে ক্রীড়াবিদ বীরেন্দ্র সিংহ পুনিয়াকে বিয়ে করার পর স্বামীর কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিলেন৷
এরপর 2006 সালে প্রথম এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের মাধ্যমে ক্রীড়া জগতে সাফল্যের মুখ দেখেন তিনি৷ এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি 2008 সালে অলিম্পিকে সোনা জয়ের প্রত্যাশা থাকলেও তিনি ব্যর্থ হয়েছিলেন৷ কিন্তু ভেঙে পড়েননি৷ তবে এর পর তিনি ঘুরে দাঁড়ান কমনওয়েলথ গেমসে সোনা জয়ের মধ্য দিয়ে৷ মিলখা সিংহের পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জয় করেন তিনি৷
2012 সালে অলিম্পিকে পদক জেতার আশা ব্যর্থ হওয়ার পর তিনি পরবর্তী কালে রাজনীতির দিকে প্রবেশ করেন৷ কিন্তু নিজের সাফল্য এবং পদমর্যাদা কখনোই ভুলে যাননি তাই তো, ইতিহাস রচনা করার আশা কখনওই বলেননি তিনি৷ তাই তো এবার কমনওয়েলথ গেমসে মহিষের দুধ কেই হাতিয়ার করেছেন তিনি৷