জামা মসজিদের সিঁড়ির নিচে কৃষ্ণমূর্তি! নোটিশ পাঠিয়ে কড়া নির্দেশ আদালতের

বাংলা হান্ট ডেস্ক : ফের বিতর্কের কেন্দ্রে আগ্রার (Agra) জামা মসজিদ (Jama Masque)। এই মসজিদের সিঁড়ির নিচে রয়েছে কৃষ্ণমূর্তি। তা খনন করে ফেরানো হোক শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্টকে। এমনই দাবিতে এই বছরের জানুয়ারি মাসে মামলা করা হয় আগ্রার একটি নিম্ন আদালতে।

চাঞ্চল্যকর এই দাবি করেছিলেন এক আইনজীবী। পরে এই দাবিতে মামলা করেন ট্রাস্টের চেয়ারম্যান। সোমবার আদালত সেই আবেদন গ্রহণ করেছে। এইসঙ্গে বিষয়টির সঙ্গে সম্পর্কিত উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ড-সহ সব পক্ষকে নোটিস পাঠায়। এই প্রসঙ্গে সব পক্ষের মতামত জানতে চেয়েছে নিম্ম আদালত।

jama 2

গত ১১ মে মসজিদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণমূর্তি খননের আবেদন জানানো হয় নিম্ন আদালতে। আবেদন করেন শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্টের চেয়ারম্যান মনোজ কুমার পান্ডে। ঘটনার সূত্রপাত মথুরার এক ধর্মীয় প্রচারক দেবকিনন্দন ঠাকুরের বক্তব্য থেকে। তিনি আগ্রায় অনুষ্ঠিত ‘ভাগবত কথা’-তে দাবি করেছিলেন, জামা মসজিদের সিঁড়ির তলায় রয়েছে ভগবান কেশবের একাধিক মূর্তি। এরপরই দাবি ওঠে, ওই মূর্তিগুলি হিন্দুদের কাছে ফিরিয়ে দিতে হবে।

শ্রীকৃষ্ণ সেবা ট্রাস্টের চেয়ারম্যান মনোজ দাবি করেন, ‘প্রতিদিন মসজিদের সিঁড়ি বেয়ে নমাজ পড়তে যান মুসলিমরা। ওই সিঁড়ির নিচেই রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের প্রতি চরম অশ্রদ্ধার প্রকাশ। যেহেতু মুসলমানরা ঠাকুর দেবকিনন্দনের আবেদনে কর্ণপাত করেনি, সিঁড়ি খুঁড়ে দেবতার মূর্তি উদ্ধার অনুমতি দেয়নি, তাই আদালতে যাওয়াই ছিল একমাত্র পথ।’

মনোজ আরও বলেন, ‘মসজিদের সিঁড়ির নিচে যে মূর্তি পুঁতে রাখা আছে, এই বিষয়ে আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।’ মঘুল আমলে লেখা একটি বই আদালতে দাখিল করেন তিনি। মনোজ আরও জানান, খননের যাবতীয় খরচ দিতেও রাজি আছে ট্রাস্ট।


Sudipto

সম্পর্কিত খবর