কৃষ্ণনগর, তমলুক, কাঁথিতে এবার ‘খেলা হবে’! কে জিতবে বাজি? মাথা ঘুরিয়ে দেবে লেটেস্ট এক্সিট পোল

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব (Lok Sabha Election 2024) সম্পন্ন হতেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। দেশের প্রায় প্রত্যেকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে গতবারের তুলনায় ভালো ফল করতে চলেছে BJP। আগেরবার ১৮টি কেন্দ্রে পদ্ম ফুটেছিল। এবার সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে দাবি করা হয়েছে একাধিক সমীক্ষায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সবকটি ভোট পরবর্তী সমীক্ষার যদি গড় করা হলে দেখা যাচ্ছে, বাংলার (West Bengal) ৪২টি আসনের মধ্যে BJP ২৫-২৬টি আসনে পদ্ম ফুটতে পারে। TMC-র ঝুলিতে আসতে পারে ১৪-১৫টি। অন্যদিকে বাম-কংগ্রেস জোট জয়ী হতে পারে ২-৩টি কেন্দ্রে। বুথ ফেরত সমীক্ষা সর্বদা যে মিলে যায় তা কিন্তু নয়। একুশের বিধানসভা ভোটেই যেমন বহু ভোট পরবর্তী সমীক্ষায় দাবি করা হয়েছিল, বাংলায় ২০০-র বেশি আসনে জয়ী হতে চলেছে গেরুয়া শিবির। তবে ভোটগণনার পর দেখা যায়, সকল হিসেবনিকেশ উল্টে গিয়েছে।

   

চব্বিশের লোকসভা ভোটের ক্ষেত্রেও তেমনটা হবে কিনা তা জানা যাবে ৪ জুন, মঙ্গলবার। আগামীকাল যখন ভোটগণনা হবে, তখন বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর থাকেন সকলের। এর মধ্যে অন্যতম হল কৃষ্ণনগর (Krishnanagar), তমলুক (Tamluk) এবং কাঁথি (Kanthi)। এই তিন কেন্দ্রই ‘খেলা’ ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ ‘লোকসভা পিছু ২ কোটি টাকা’! BJP কর্মীদের কিনতে দৌড়চ্ছেন অভিষেক! মারাত্মক দাবি সৌমিত্রর

কৃষ্ণনগর কেন্দ্রে এবার TMC-র পোড় খাওয়া নেত্রী মহুয়া মৈত্রের বিপরীতে রাজমাতা অমৃতা রায়কে দাঁড় করিয়েছে BJP। মহারাজ কৃষ্ণচন্দ্রের পরিবারের কূলবধূ রাজনীতির দুনিয়ায় নতুন হলেও, রাজপরিবারের প্রতি কৃষ্ণনগরবাসীর ভালোবাসার কথা অজানা নয়। জনমত সমীক্ষার পূর্বাভাস, এই কেন্দ্রে মহুয়াকে টেক্কা দিয়ে বাজিমাত করতে পারেন অমৃতা।

একই চিত্র দেখা যেতে পারে ‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত তমলুক এবং কাঁথিতেও। তমলুকে এবার ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। TMC-র দেবাংশু ভট্টাচার্য, BJP-র অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জোর টক্কর হতে পারে মনে করছে বিশেষজ্ঞরা। তবে জনমত সমীক্ষা বলছে, দুই যুব নেতাকে টেক্কা দিয়ে এই আসনে জয়ী হতে পারেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ। একইরকমভাবে কাঁথিতেও এবার পদ্ম ফোটার পূর্বাভাস পাওয়া গিয়েছে। TMC-র উত্তম বারিককে পিছনে ফেলে বাজিমাত করতে পারেন BJP প্রার্থী সৌমেন্দু অধিকারী।

tmc and bjp flags

তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে স্রেফ আসল ফলাফলের আভাস দেওয়ার চেষ্টা করা হয়। এটি কখনওই আসল ফলাফল নয়। আগামীকাল ভোটগণনার পরেই জানা যাবে, বাংলার কোন কেন্দ্রে বাজিমাত করেছেন প্রার্থী। তবে একথা ঠিক, উক্ত তিন কেন্দ্রে যদি BJP জিতে যায়, তাহলে উনিশের ভোটের চেয়ে ভালো ফলাফল করার একটা সম্ভাবনা থাকবে তাদের কাছে। অন্যদিকে যদি ওই তিন কেন্দ্রে ঘাসফুল ফোটে তাহলে কিন্তু পাল্টে যেতে পারে সকল হিসেবনিকেশ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর