বাংলাহান্ট ডেস্ক : গতকালই ভাইরাল হয় একটি ভিডিও (Viral Video) । সেখানে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষককে নিজেদের মধ্যে চূড়ান্ত মারামারি করতে দেখা যায়। এবার এই দুই শিক্ষকের মধ্যের মারামারিতে হস্তক্ষেপ করল রাজ্য (West Bengal)। শোকজের নোটিশ ধরানো হল দুজনকেই।
জানা যাচ্ছে, ঘটনাটি প্রকাশ্যে আসার পরই রীতিমতো নড়েচড়ে বসে রাজ্য সরকার। বুধবারই শোকজের নোটিশ পাঠানো হয় ওই দুই শিক্ষককে। প্রধান শিক্ষককে শোকজ করেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব এবং ভূগোল শিক্ষককে শোকজ করেন স্কুল শিক্ষা কমিশনার। সোমবারের মধ্যেই তাঁদেরকে এই শোকজের জবাব দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে শুক্রবারের মধ্যে পুরো ঘটনাটির রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরদর্শককে।
আজ থেকেই স্কুল খুলছে রাজ্যে। ফলে গতকাল স্কুল খোলার আগে ব্যস্ততা তুঙ্গে ছিল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেও। কিন্তু সেখানে হঠাৎই প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের সঙ্গে বচসা বাঁধে ভূগোলের শিক্ষক নিমাই মজুমদারের। কিছুক্ষণের মধ্যেই তর্কাতর্কি রূপ নেয় হাতাহাতির। ভাইরাল হয় এই মারামারির ভিডিওই।
ভূগোলের শিক্ষক নিমাই মজুমদারের দাবি, বহুদিন ধরেই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন প্রধান শিক্ষক। তাঁকে বহুবার বলেও লাভ কিছু হয়নি। স্কুলের অন্যান্য শিক্ষকরা কিছু বলতে গেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাঁদের হুমকি দেওয়ার অভিযোগও আনেন তিনি। তিনি আরও বলেন, মুখ খুললেই কাগজপত্র আটকে রাখা এবং দূরে বদলি করার দেওয়ার হুমকিও দিতেন প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস।
এদিন এই সমস্ত কারণেই স্কুলে তাঁদের দুজনের মধ্যে লেগে যায় তর্কাতর্কি। তারপর হঠাৎই প্রধান শিক্ষকের মাথায় এক জোর চাঁটি মারেন ভুগোলের নিমাই মজুমদার। এর থেকেই শুরু হয় মারামারি। ঘটনাটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র নিন্দার ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়। চরিত্র গঠনের কারিগর শিক্ষকরাই এমন করলে কী হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, উঠতে থাকে এই প্রশ্ন। যার জেরে রীতিমতো অস্বস্তিতেই পড়তে হয় রাজ্য সরকারকে। এরপরই এই দুই শিক্ষককে শোকজ করল শিক্ষা দপ্তর।