‘কৃতি এত বড় তারকা যে আমার সঙ্গে আর অভিনয় করবে না’, টাইগারের কথার কি জবাব দিলেন অভিনেত্রী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছয় বছর আগে ‘হিরোপন্তি’ ছবির মাধ‍্যমেই বলিউডে পা রাখেন টাইগার শ্রফ ও কৃতি শানন। বক্স অফিসে খুব একটা সাফল‍্য না পেলেও আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। তবে এবার টাইগারের গলাতেই শোনা গেল অন‍্য সুর। আগে একসঙ্গে অভিনয় করলেও কৃতি নাকি এখন আর ও বড় তারকা হয়ে গিয়েছেন, তাই তাঁর সঙ্গে অভিনয় করতে চাইবেন না কৃতি।
সম্প্রতি একটি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই মন্তব‍্য করেন অভিনেতা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষনা হয় হিরোপন্তি সিকুয়েল, ‘হিরোপন্তি ২’ এর। এই প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের হাতে কোনও চূড়ান্ত চিত্রনাট‍্য নেই। ওটা শেষ হলে তারপরেই অন‍্য সব বিষয় নিয়ে ভাবা যাবে। এখন কিছু বললে খুব তাড়াতাড়ি বলা হবে। আর কৃতিও আগামী ছবিগুলো নিয়ে ব‍্যস্ত।’


টাইগার আর ও বলেন, ‘কৃতির সঙ্গে আগামী ছবিতে অভিনয় করতে চাইলেও কৃতি এখন এত বড় তারকা হয়ে গিয়েছেন যে তার সঙ্গে আর কাজ করতে চাইবেন না।’ অপরদিকে অভিনেত্রীও কিছু কম যান না। নিজের টুইটার হ‍্যান্ডেলে তিনি লেখেন, ‘এই কথা সেই সুপারস্টার বলছে যে ১০০ কোটির নীচে খুব কম ছবি করে। তুমি শুধু বলো কবে আর কোন ছবি, আমি করব। এছাড়া অনেকদিন হয়েও গেছে তাই এবার একসঙ্গে একটা ছবি করতেই হবে।’

https://twitter.com/kritisanon/status/1248172207802421249?s=19

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই টাইগার ঘোষনা করেছিলেন খুব শীঘ্রই আসতে চলেছে হিরোপন্তি ২। ছবির দুটো পোস্টারও শেয়ার করেছিলেন তিনি। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন সাব্বির খান। সিকুয়েলটগর পরিচালনার দায়িত্বে রয়েছেন আহমেদ খান।

X