ঠগবাজের থেকে কোটি টাকার উপহার হাতিয়েছেন, জ‍্যাকলিনকে ‘অশ্লীল গোল্ড ডিগার’ বলে আক্রমণ কেআরকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে জ‍্যাকলিন ফার্নান্ডেজের (jacqueline fernandez)। প্রতারণা চক্রের মূল পাণ্ডা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। দুজনের একাধিক ঘনিষ্ঠ ছবি এর প্রমাণ। শোনা গিয়েছে, সুকেশের থেকে নাকি কোটি টাকার উপহারও নিয়েছেন জ‍্যাকলিন। ইডি ইতিমধ‍্যেই তলব করতে চলেছে তাঁকে। আবার কামাল আর খানের (krk) থেকেও কটাক্ষ সইতে হল জ‍্যাকলিনকে।

জ‍্যাকিকে নিয়ে দুটি টুইটে কুরুচিকর মন্তব‍্য করেছেন কামাল আর খান। প্রতারক সুকেশের সঙ্গে জ‍্যাকলিনের অন্তরঙ্গ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘টাকায় যে কত ক্ষমতা থাকে এটা তারই প্রমাণ। আমি ঠিক বলছি তো ম‍্যাডাম জি?’ জ‍্যাকলিনকে ট‍্যাগও করেছেন তিনি টুইটে। অপর একটি টুইটে কেআরকে লিখেছেন, ‘এবার সময় হয়েছে অশ্লীল জ‍্যাকলিন জ‍্যাকলিন ফার্নান্ডেজের রিভিউ করার। অভিনয় না জেনেও এত ছবি পেলেন কীকরে তিনি? কত বড় গোল্ড ডিগার তিনি?’


কামাল এমনো দাবি করেছেন, কোনো ক্ষমতাশালী ব‍্যক্তি নিশ্চয়ই সুকেশের বান্ধবী অভিনেত্রীদের রক্ষা করছেন। নয়তো এতদিনে ইডি তাঁদের গ্রেফতার করে জেলে ভরে দিত। তবে তিনি যে কার দিকে ইঙ্গিত করছেন তা বোঝা যায়নি।

https://twitter.com/kamaalrkhan/status/1468438705769701380?t=J8y597KfgSAzwb_PRtRNdw&s=19

উল্লেখ‍্য, ২০০ কোটি টাকার এই আর্থিক প্রতারণা মামলায় জ‍্যাকলিনের পাশাপাশি নোরা ফতেহিকেও সমন পাঠিয়েছিল ইডি। শোনা যায়, সুকেশ তাঁকেও প্রচুর দামি উপহার দিয়েছিলেন। অপরদিকে চন্দ্রশেখরের থেকে একটি ৫২ লক্ষ টাকার ঘোড়া এবং একটি ৯ লক্ষ টাকার বিড়াল উপহার নিয়েছেন জ‍্যাকি।

https://twitter.com/kamaalrkhan/status/1468447831409233924?t=iWMoi0UMFDpwcP0EHvfkQw&s=19

সম্প্রতি বিদেশে যাওয়া আটকানো হয় জ‍্যাকলিনের। দুবাই যাওয়ার জন‍্য মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন জ‍্যাকলিন। দুবাইয়ে একটি লাইভ শো তে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মুম্বই ছেড়ে বেরোতেই পারেননি অভিনেত্রী। বিমাবন্দরেই আটকে দেওয়া হয় তাঁকে। আপাতত দেশ ছেড়ে তাঁকে কোথাও যেতে দেওয়া হবে না বলেই খবর। জ‍্যাকলিনের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে।

সম্পর্কিত খবর

X