গ্রেফতার হতেই বুকে ব‍্যথার অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেন কামাল আর খান

বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবারই মুম্বই পুলিসের হাতে গ্রেফতার হন কামাল আর খান (Kamal R Khan)। আর এদিনই হাসপাতালেও ভর্তি হল তাঁকে। আপত্তিজনক কিছু টুইটের অভিযোগে কেআরকে কে গ্রেফতার করে মুম্বই পুলিস। বিচারবিভাগীয় হেফাজতে তাঁকে রাখার নির্দেশ দেয় আদালত। কিন্তু বুকে ব‍্যথার অভিযোগ করায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।

এদিন মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কামাল আর খান ওরফে কেআরকে কে। দু বছর আগে প্রয়াত ইরফান খান এবং ঋষি কাপুর সম্পর্কে কিছু বিষ্ফোরক টুইট করেছিলেন তিনি। অভিযোগ দায়ের হয়েছিল দু বছর আগেই। কিন্তু কেআরকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হল এতদিন প‍র।

Krk 1
এদিন বোরিভালি আদালতে তোলা হয় কেআরকে কে। আগামী ১৪ দিনের জন‍্য তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। কিন্তু তারপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেআরকে। বুকে ব‍্যথার অভিযোগ করতে থাকেন তিনি। তড়িঘড়ি নিকটবর্তী শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

কী এমন বিতর্কিত টুইট করেছিলেন কেআরকে যে দু বছর পর তাঁকে গ্রেফতার হতে হল? জানা যাচ্ছে, টুইটটি ছিল প্রয়াত ঋষি কাপুর এবং ইরফান খানকে নিয়ে। একটি টুইটে তিনি ঋষি কাপুরকে আর্জি জানিয়েছিলেন, মারা না যেতে কারণ করোনা কালের মধ‍্যেই মদের দোকান খুলতে চলেছিল।

অন‍্য আরেকটি টুইটে কেআরকে লিখেছিলেন, বিখ‍্যাত লোকদের প্রাণ না কেড়ে করোনা যাবে না। এই প্রসঙ্গেই আরেকটি টুইটে তিনি লেখেন, ‘আমি কিছুদিন আগে বলেছিলাম যে কয়েকজন নামী ব‍্যক্তির প্রাণ না নিয়ে করোনা যাবে না। তখন আমি গালাগালি শোনার ভয়ে কারোর নাম নিইনি। কিন্তু আমি জানতাম ঋষি এবং ইরফান চলে যাবেন। আর আমি জানি আগামীতে কে যাবে।’

krk 759
টুইটগুলি মুছে ফেলা হলেও সেই সময়েই কেআরকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। প্রয়াত ব‍্যক্তিত্বদের সম্পর্কে অপমানজনক মন্তব‍্য করার জন‍্য ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা দায়ের হয়েছিল কেআরকের বিরুদ্ধে। আর দু বছর পর গ্রেফতার করা হল তাঁকে

যুব সেনা নেতা রাহুল কানাল অভিযোগ দায়ের করেছিলেন কেআরকের বিরুদ্ধে। অভিযোগপত্রে লেখা ছিল, ‘দেশদ্রোহী’র মাধ‍্যমে বলিউডে এসেছিলেন কেআরকে। আর এখন তেমনি কাজ করছেন তিনি। মহামারির সময়েও প্রতিটি বিষয়ে ঘৃণা ছড়াচ্ছেন তিনি। ভারতের গর্ব প্রয়াত ইরফান খান এবং সিনিয়র অভিনেতা ঋষি কাপুর কটুক্তি করছেন কেআরকে। কিন্তু দু বছর পর কেন তাঁকে গ্রেফতার করা হল তা জানা যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর