বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক ছায়াসঙ্গী হয়ে উঠেছে শাহরুখ খানের (Shahrukh Khan)। তাঁর কামব্যাক ছবি ‘পাঠান’ এর ট্রেলারও এখনো মুক্তি পায়নি। প্রথম গানেই নেতিবাচক প্রতিক্রিয়া আকাশ ছোঁয়ার উপক্রম। দীপিকা পাডুকোনের (Deepika Padukone) গেরুয়া রঙের বিকিনিই যত নষ্টের গোড়া। অশ্লীলতা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগে কাঠগড়ায় ‘বেশরম রঙ’। আর বিতর্কে কার্যত আরো ধুনো দিয়ে চলেছেন কামাল আর খান (Kamal R Khan)।
শাহরুখকে সম্প্রতি ‘ফ্লপ অভিনেতা’ বলে কটাক্ষ শানিয়েছেন কেআরকে। দীপিকাকেও অত্যন্ত কুৎসিত দেখতে বলে মত এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের। একটি টুইটে কেআরকে লিখেছেন, ‘আমার মনে আছে, এক সময় আমি দীপিকা পাডুকোনের প্রচার করতাম আর টুইটারে প্রতিদিন তাঁকে চুম্বন পাঠাতাম। কিন্তু এখন ‘বেশরম রঙ’এ আসল দীপিকাকে দেখে আমার অনুতাপ হচ্ছে। হে ভগবান এত জঘন্য দেখতে একটা মেয়ের প্রচার আমি কীভাবে করলাম!’
এখানেই থামেননি কেআরকে। অপর একটি টুইটে তিনি লেখেন, ‘শাহরুখের মতে কেউ যদি মিথ্যে বলে আর তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ তারকা বলে, তাহলে সে একজন ইতিবাচক মানুষ। আর কেউ যদি বাস্তবটা বলে তাঁকে ফ্লপ অভিনেতা বলে, তাহলে সে একজন নেতিবাচক মানুষ। অর্থাৎ তিনি সত্যিটা শুনতে চান না।’
স্বাভাবিক ভাবেই শাহরুখ এবং দীপিকা ভক্তরা সমালোচনায় জেরবার করে তুলেছেন কেআরকে কে। তিনি আসলে হিংসায় জ্বলেন, তাই ভাল কথা বলতে পারেন না, এমনটাই বক্তব্য কিং খান অনুরাগীদের। তবুও নিজের বক্তব্য থেকে সরেননি কেআরকে। তাঁর মতে, খারাপকে খারাপ বলাটা নেতিবাচকতা নয়। তেতো সত্যিটা শুনতে না চাইলেই নেতিবাচক বলে মনে হয়।
শাহরুখের বিরুদ্ধে আগেও বিষ উগরেছেন কেআরকে। ‘পাঠান’ নাম দিয়ে ছবি চলতে পারে না, এমনটাই বক্তব্য ছিল তাঁর। ছবিটি যে ফ্লপ হবে তা আগে থেকেই বলে রেখেছেন কেআরকে। এখন দেখার, তাঁর ভবিষদ্বাণী কতটা মেলে।