টাকা খরচ করে ৫৫ বছরের সলমনকে ‘কিউট বয়’ শুনতে যাবে মানুষ? মামলা দায়ের হতে কটাক্ষ কেআরকের

বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (salman khan) সাম্প্রতিক ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ (radhe) এর রিভিউ দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন কামাল রশিদ খান ওরফে কেআরকে (krk)। এবার সেই রিভিউয়ের জন‍্যই বড় বিপদে ফাঁসলেন তিনি। তাঁর রাধে রিভিউয়ের জন‍্য মানহানির মামলা দায়ের করেন সলমন।

এই প্রসঙ্গে সোমবার কেআরকে কে একটি নোটিস পাঠিয়েছে সলমনের আইনি টিম। এই খবরের সত‍্যতা স্বীকার করে টুইট করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘রাধের রিভিউ করার জন‍্য সলমন খান আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।’ তিনি আরো লেখেন, কোনো অভিনেতা বা প্রযোজক তাঁকে যদি বারণ করেন তবে তিনি তাদের ছবির রিভিউ করেন না।

IMG 20210526 183758 1
কেআরকের কথায়, তাঁর রিভিউ দেখে বহু দর্শকই আর রাধে দেখেনি। সেই কারণে চরম ফ্লপ হয়েছে সলমনের এই ছবি। যদিও মামলা দায়ের করার পর নিজের ইউটিউব চ‍্যানেল থেকে ভিডিওটি মুছে দিয়েছেন তিনি তারপরেও সলমনকে কটাক্ষ করতে ছাড়েননি কেআরকে।

তিনি বলেন, ‘সল্লু দাদাজী’ বলতে সলমনের যেমন খারাপ লেগেছে তেমনি ছবিতে সলমনের নিজেকে ‘২২ বছরের নৈতিক পুরুষ’ ও দিশা পাটানিকে দিয়ে নিজেকে ‘ভোলু, কিউট বয়’ বলালেন তখন তাঁরও খারাপ লেগেছিল। তিনি আরো বলেন, দিশখ পাটানি টাকা পেয়ে অভিনয় করেছেন তাই এই সব বলতে তিনি বাধ‍্য কিন্তু অন‍্যরা তো নয়।

মানুষ টাকা খরচ করে ৫৫ বছরের সলমনকে কিউট বয় বলতে শুনবে? কটাক্ষ কেআরকের। তিনি বলেন, সল্লু দাদাজী শুনে ওঁর লজ্জা লাগল অথচ নিজেকে কিউট বয় শুনতে লজ্জা লাগল না? কেআরকের বক্তব‍্য, অন‍্যদের সমালোচনায় সলমনের কিছু যায় আসে না কারণ তারা চাটুকার। কিন্তু তিনি নিজে তা নন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর